রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মোহনপুর উপজেলায় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিহতরা হলেন, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মন্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু, মৃত জাহান আলীর ছেলে আকবর, সাঈদ আলীর ছেলে মোনা ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন।

রামেক হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস বলেন, ‘তার সবাই মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। যাদের মধ্যে হাসপাতালে দুজন মারা যান। আর হাসপাতালে পৌঁছার আগে দুজন মারা যান।’

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ্যপান করে তারা।’

‘এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের রামেকে পাঠানো হয়। যাদের মধ্যে দুজন হাসপাতালে পৌছার আগে ও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।’

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় নিহত মন্তাজের ছেলে মাসুম রানা বাদি হয়ে থানায় মামলা করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এরা হলেন, উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

সবা:স:জু-৭২৭/২৫

সিরাজগঞ্জ শাহজাদপুরে টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে ভয়াবহ চুরি

ইসরাফিল শেখ:(সিরাজগঞ্জ) শাহজাদপুর:

সিরাজগঞ্জ শাহজাদপুরে গাঁড়াদহ গ্রামে (২ নভেম্বর)সকাল ১১টায় সময় ফরহাদ মিয়ার জমিতে কৃষিকাজরত কাজের লোক ২ জন ও তার পরিবারের ৫ জন সহ মোট ৭ জন খাবার খাওয়ার শেষে টিউবওয়েলর পানি প্রাণ করলে অজ্ঞান হয়ে পড়ে।

এরপর,তাদের সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের অন্য সদস্যরা।

অজ্ঞান ব্যক্তিরা হলেন,ফরহাদ মিয়া (৫২) রিমি খাতুন (৪৩) ওমর ফারুক (২৬) রজনী খাতুন (১৮) (৯মাসের) শিশু-বাচ্চাসহ, আব্দুর রহমান, আঃ খলিল ও জয়নাল আবেদীন।

এ বিষয়,ফরহাদ মিয়া জানান, গতরাতে তার বাসায় রাত ২টার সময় ৫ জন চেতনা নাশক প্রয়োগকারীরা বাসায় ডুকে চুরির চেষ্টা চালায় তার ভাই টের পেয়ে তাদের দরার চেষ্টা করলে চেতনা নাশক প্রয়োগকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে,তার ভাই আরো বলেন তাদের পিছন থেকে ধাওয়া করলে পালিয়ে যায় ও তাদের চিনতে পারেনি বলে জানান তিনি।

অন্য দিকে,একই গ্রামের পাল পাড়ায় টিউবওয়েলের পানিতে চেতনা নাশক মিশিয়ে ৫টি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটছে। (২নভেম্বর) রাতে গাঁড়াদহ পালপাড়ায় একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

চেতনা নাশক মেশানো টিউবওয়েলের পানি ও খাবার খেয়ে অজ্ঞান হন। অজ্ঞানরতরা হলেন,অসীম পাল,আশীক পাল,সুপাংক পাল,রাম প্রসাদ পাল ও দিবাস। অজ্ঞানরত দের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তাদের পরিবার।

এ বিষয়ে,অনিতা রানী পাল বলেন,শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ চেতন পাইনি। সকালে আমার ঘরের দরজায় জোরে আঘাতের শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখি ঘরের সবকিছু এলোমেলো ভাবে মেঝেতে পড়ে আছে। এ সময় তাদের ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা,স্বর্ণলংকার, থালা বাসনসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।

সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানায়,তাদের খাবারের মধ্যে ও টিউবওয়েলের পানির সাথে চেতনাশককারীরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়।এরপর তারা রাতে সবাই ঘুমিয়ে পড়লে চেতনা নাশককারীরা আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান তারা।

এ বিষয়ে,খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একদল ঘটনাস্থলে পরিদর্শন করেন,এছাড়াও শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে এ-সময় সবুজ বাংলাদেশকে তিনি বলেন,সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সবা: সমা:০৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের