নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টারঃ

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার সকালে সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নিয়েও কথা বলেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, ‘সময় এলেই দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময় এলেই দেখা যাবে। তার জন্য কাজ করছে নির্বাচন কমিশন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।’

তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিইসি। তিনি বলেন, ‘অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়।’

আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান এ এম এম নাসির উদ্দীন।

 

সবা:স:জু- ৭২৯/২৫

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের ছাত্র সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল থেকেই মঞ্চসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ছাত্রদল। যদিও সকালের দিকে নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ভাড়া করা হয়েছে দুটি বিশেষ ট্রেন।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ছয় দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে

কোনো ধরনের ব্যানার ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনা সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিটের অবস্থান নিশ্চিত করা, জরুরি সেবায় নিয়োজিত পরিবহন চলাচলে সহায়তা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ইউনিটের গাড়ি প্রবেশ না করানো, ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিষিদ্ধ, সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে যাওয়া। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। নিরাপত্তা নিশ্চিতে শাহবাগের বিভিন্ন প্রবেশমুখ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সমাবেশ শুরুর আগে কোনো ইউনিট যেন আগেভাগে সমাবেশস্থলে না আসে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী