ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,আতঙ্কে ভুক্তভোগী পরিবার

স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুর জেলার মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবের বিরুদ্ধে অন্যর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুরে মধুখালী উপজেলায় এই স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা তৈরি করেছিলেন ত্রাসের রাজত্ব।
মধুখালী উপজেলা জুরে মাহবুব এর নেতৃত্ব চলতো সাধারণ মানুষ জমি দখল, বিভিন্ন টেন্ডার বানিজ্য, চাঁদাবাজির মতো বিভিন্ন ত্রাসের রাজত্ব।
গত বছরের ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বন্ধ হয়নি মাহবুব এর ত্রাসের রাজত্ব।
তিনি মধুখালী এলাকাতে এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে সাধারণ মানুষ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রকার প্রতিকার মিলেনা। এমন শত শত অভিযোগ রয়েছে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবের বিরুদ্ধে।
সাম্প্রতিক মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছনন্দপুর গ্রামে এক সাধারণ মানুষের জমি দখল করে নিজের আয়ত্বে কবজা করে নিয়েছে এই ভূমিদস্যু মাহবুব, যার জের ধরে মছনন্দপুর গ্রামের এ ভুক্তভোগী মোঃ মিরাজুল ইসলাম গত ১১ অক্টোবর মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, অভিযুক্ত ফরিদপুরের মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুব মোল্লা ২/ফারুক মোল্লা ৩/জগলু মোল্লা ৪/ মাছুদ মোল্লা সর্ব পিতা মৃত জলিল মোল্লা, সাং মছলন্দপুর, থানা মধুখালী, জেলা ফরিদপুর।
অভিযোগের তিনি উল্লেখ করেন যে নিম্নের তফসিল বর্ণিত সম্পত্তি ২০০৩ দলিল মূলে, দাতা শামসুন্নাহারের নিকট থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন দির্ঘদিন ধরে। কিন্তু বিবাদীরা এলাকার প্রভাবশালী ও অত্যন্ত পরসম্পদ লোভী হওয়ায় সুবাদে দুই বছর পূর্বে থেকে তারা আমার দলিল মূলে ক্রয় কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে ভোগ দখল করছে। আমার ঔরসজাত কোন পুত্র সন্তান না থাকায় আমি বিবাদিদের সঙ্গে তর্কে যাবার সাহস পাইনা।
ভুক্তভোগী এ পরিবারের পক্ষ থেকে জমি জমা সংক্রান্ত বিযয় নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন, যাহার পরিপ্রেক্ষিতে বিবাদীরা বিজ্ঞ আদালতে মুচলেকা দিয়ে আসে। কিন্তু তারপরও বিবাদীরা ভুক্তভোগী মিরাজুলের উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলে রাখে। এমন পরিপ্রক্ষিতে গত ১০ অক্টোবর ২০২৪ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ভুক্তভোগীর উক্ত সম্পত্তিতে গেলে ১, ২,ও ৪ নং বিবাদীরা ভুক্তভোগী মিরাজুলকে মৃত্যুর হুমকি ধামকি দিয়ে তার ক্রয় কৃত সম্পত্তি হতে ধাক্কা দিয়ে বাহির করে দেয়। এই সম্পত্তির তফসিল মূলে বর্ণিত সম্পত্তি মধুখালী থানাধীন কামারখালী মৌজায় বি এস ২৭২ খতিয়ানে ৬৩৫ দাগে, জমির পরিমাণ ৭২ শতাংশ যা যার মূল মালিক মিরাজুল ইসলাম।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও কোন ক্ষমতা বলে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব মধুখালী এলাকা জুরে একের পর এক ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন তার শক্তির উৎস এখনো অজানা রয়ে গেছে এলাকাবাসীর কাছে।

দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু,মাইলস্টোন ট্র্যাজেডিতে

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন দগ্ধদের স্বজনরা। আজ সকালে দগ্ধ আরেক শিক্ষার্থী জারিফের (১৩) মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৪ জন।

জারিফের মরদেহ এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।

গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমানবাহিনীর যুদ্ধবিমান। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকীর ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি, বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা স্কুল ভবনে বিধ্বস্ত হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি, দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু
হাসপাতালের জেনারেটর গেল প্রকল্পে, বিতর্কে কর্মকর্তারা
ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়ে হতাহতদের দ্রুত কাছের কয়েকটি হাসপাতালে নেন। গতকাল পর্যন্ত এ দুর্ঘটনায় বিমানটির পাইলটসহ ৩৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছিলেন দেড় শতাধিক শিশুশিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। হতাহতের অধিকাংশই শিশুশিক্ষার্থী। এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন।

আহতদের চিকিৎসায় চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল দল বাংলাদেশে এসেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে আহদের চিকিৎসাসেবা দিচ্ছেন তারা।

যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনায় ওইদিনই উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। যে কমিটি দুর্ঘটনার কারণ খুঁজে বের করে প্রতিবেদন তৈরি কবে। এদিকে সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উন্নত করতে এবং বিমান-সম্পর্কিত দুর্যোগ শূন্যে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন