বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব বাতিল

স্টাফ রিপোর্টার:

জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ১২ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) আহ্বায়ক মাহবুবা ফারজানার সভাপতিত্বে এই পদোন্নতি চূড়ান্ত করার কথা ছিল।

একইদিন একটি প্রতিবেদনে দাবি করা হয় যে, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও পদোন্নতির জন্য মনোনীত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশের পর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে পদোন্নতি কমিটির সভা এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিবৃতিতে জানান, বিটিভি কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্ধারিত ১৭ মার্চের সভাটি অনুষ্ঠিত হবে না, যা ইতোমধ্যে ১৬ মার্চ দাপ্তরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেয় তথ্য মন্ত্রণালয়। এসব কর্মকর্তার নামের তালিকা একটি গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়। গোয়েন্দা তদন্তে বেরিয়ে আসে ওই তালিকায় সাবেক ছাত্রলীগ নেতা ও দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত পতিত সরকারের দোসরদের নাম রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্তত পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের কারও কারও বিরুদ্ধে বিভাগীয় তদন্তে দুর্নীতির প্রমাণও পাওয়া গেছে। এতকিছুর পরও রহস্যজনক কারণে তাদের পদোন্নতির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছিল মন্ত্রণালয়।

সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার:

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সই করা এক নোটিশে এ সভা আহ্বান করা হয়।

এতে বলা হয়, সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একইসঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিতি থাকার জন্য বলা হয়৷

এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আপনার উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সবা:স:জু-৯৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
“নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স“ জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের