বোমা বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত

স্টাফ রিপোর্টার:

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে আটটার দিকে শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদত হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। বাসায় এনে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয় এবং আয়েশা আঘাত পায়। স্থানীয় লোকজন এবং শিশুদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব এবং আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া ককটেলে তিন শিশু গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বুড়িচংয়ে ২ নং বাকশীমুল ইউপি নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মারুফ হোসেন-(বুড়িচং)

কুমিল্লা বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম (বর্তমান চেয়ারম্যান) এর বিরুদ্ধে কালিকাপুর বাজার সংলগ্ন মোঃ জয়নাল হোসেন শামীম এর অফিস কক্ষে ২২ জানুয়ারী শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয় গত ২১ জানুয়ারি একটি সামাজিক অনুষ্ঠানে ও একটি ফেইসবুক লাইভে মোঃ আব্দুল করিম ২ নং বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে অশোভন মন্তব্য করেন। গত ৪০ বছর বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা দলের বিভিন্ন পোস্ট বহন করে আওয়ামী লীগের করুন অবস্থা করে রেখেছে। দলের সকল সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু দলের জন্য কোনো কিছুই করে নি। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর আহ্বানে ও সাবেক বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন শামীম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান লিটন, মোঃ রুহুল আমিন খোকন, হাজী এমদাদুল হক, হাজী মফিজুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আনু মিয়া, সাবেক মেম্বার মোঃ গোলাম সারোয়ার, আবদুস সাত্তার মাস্টার, মোঃ সাইফুল ইসলাম রাজিব, মুনসাত, শাহপরান, সাখাওয়াত হোসেন, মোঃ ইমন, রাজিব, আবু সুফিয়ান, শামীম আখন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এর সকল নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম আবদুল হক মাস্টার, মোঃ জয়নাল হোসেন শামীম, আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, হাজী এমদাদুল হক সহ আরো অনেকে। জয়নাল হোসেন শামীম বলেন আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে কথা বলি না। আমরা কথা বলছি আবদুল করিম এর বিরুদ্ধে। আমাদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদেরকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ডিজিটাল বাংলাদেশ গঠনে সর্বাধিক সহায়তা করার প্রত্যায় করবো। নুরুল ইসলাম আবদুল হক মাস্টার বলেন আবদুল করিম নৌকা লোক হতে পারে না। আমরা যারা আওয়ামী লীগ করি তারাই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি মডেল ইউনিয়ন উপহার দেবো। এসময় নেতৃবৃন্দ বলেন, বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ দিনের নিয়ম তান্ত্রিক বঙ্গ করেছে। তাও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন নিয়ে আবদুল করিম চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি বলেন দলের বিরুদ্ধে এবং দলের কর্মীর বিরুদ্ধে আমি কখনো বাজে মন্তব্য করিনি। দলকে ভালোবেসে দলের সার্থে আমি আমি জীবন দিতেও রাজি আছি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান