২শ সিলিন্ডারসহ মহাসড়কে উল্টে গেল ট্রাক, ভয়াবহ বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে গিয়ে আগুন ধরে গেলে অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার রাস্তায় পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যদিও ঘটনাস্থলে ব্যাপক আগুন, ভয়ানক শব্দ ও ধোঁয়ার কারণে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডারবাহী একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহর বাইপাসের বিরাসার এলাকায় বড় একটি গর্তে চাকা পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সামনে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে ট্রাকের সিলিন্ডারগুলোর মধ্যে। কিছুক্ষণের ব্যবধানে একের পর এক বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের ঘুমন্ত মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সম্ভবত প্রাইভেটকারের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যা পরে ট্রাকের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। ট্রাকে থাকা সব সিলিন্ডারই বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকের চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়।

অটোরিকশাচালক মাহাবুব রহমান সাকিব বলেন, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। এত বড় গর্তে না পড়লে এমন দুর্ঘটনা হতো না।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, “দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কাজ চলেছে। কেউ হতাহত না হলেও সড়কে বিশাল যানজট তৈরি হয়েছিল।”

ঘটনার পর শহরের ভেতর দিয়ে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

গাজীপুরে ও অটোরিকশা ষ্টেন্ড থেকে চাঁদাবাজির অভিযোগ

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মনিপুর বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল ও অটোরিকশা চালকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে চালকদের কাছ থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে। এতে চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার মণ্ডল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস, সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, যুবদল নেতা ওহাব আলী, ডাঃ জয়নাল আবেদিন, জাহিদ খান, ওলামা দলের আমিনুল ইসলাম কাজী, শ্রমিকদল নেতা আজাহার মুসুল্লীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মীরা।

বক্তারা জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রিপন মুসুল্লী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লী, গাজীপুর সদর উপজেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আঃ মুতালেব হাজীসহ আরও কয়েকজন।

তারা বলেন, “এই ব্যক্তিরা দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে অর্থ আদায় করছে, যা দলের আদর্শ পরিপন্থী। বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।”

মানববন্ধনে বক্তারা দ্রুত চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ও অটোরিকশা চালকরাও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম