মাদক খাইয়ে ১০ নারীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যের আদালত এক ভয়ংকর যৌন অপরাধী চীনা পিএইচডি শিক্ষার্থী ঝেনহাও ঝোউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অন্তত ২৪ বছর কারাভোগ না করা পর্যন্ত তিনি মুক্তি পাবেন না।

মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে ঝোউ লন্ডনে তিনজন ও চীনে আরও সাত নারীকে মাদক খাইয়ে ধর্ষণ করেন।

দক্ষিণ লন্ডনে বসবাসকারী ২৮ বছর বয়সি ঝেনহাও অনলাইন প্ল্যাটফর্ম এবং ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে দেখা করতেন। পরে মদ্যপান বা পড়াশোনার কথা বলে বাড়িতে ডেকে মাদক সেবন করাতেন। এরপর তিনি অজ্ঞান অবস্থায় নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ করতেন।

প্রসিকিউটররা বলছেন, এই ১০ জনের মধ্যে মাত্র তিনজনকে শনাক্ত করা গেছে। পুলিশ আশঙ্কা করছে, আরও বহু নারী তার শিকার হতে পারেন। মামলার রায় ঘোষণার পর এরইমধ্যে ২৪ জন নারী পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।

ইনার লন্ডন ক্রাউন কোর্টে রায় ঘোষণার সময় বিচারক রোসিনা কটেজ কেসি বলেন, ‘আপনি একজন অত্যন্ত মেধাবী ও চতুর যুবক। কিন্তু আপনার ভদ্র ও আকর্ষণীয় মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ংকর যৌন শিকারি। আপনি পরিকল্পিতভাবে ধর্ষণের অভিযান চালিয়েছেন।

বিচারক আরও বলেন, ভুক্তভোগীদের আপনার ভোগের বস্তু হিসেবে ব্যবহার করেছেন। তাদের প্রতি আপনার আচরণ ছিল নির্মম। এই নির্যাতন তাদের জীবনে দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।’

বিচারক জানান, ঝোউ নারীদের ওপর ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যৌন আগ্রহ পোষণ করতেন এবং ভুক্তভোগীরা তার কাছে ছিল একটি জটিল খেলার অংশ, যেখানে সম্মতির কোনো মূল্য ছিল না।

চীনের গুয়াংডং প্রদেশের ডংগুয়ানের বাসিন্দা ঝেনহাও ২০১৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি করার জন্য পড়াশোনা শুরু করেছিলেন বলে জানা গেছে।

 

গ্রেপ্তার হওয়া ইতালিয়ান নারী সাংবাদিককে মুক্তি দিয়েছে ইরান

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইতালিয়ান নারী সাংবাদিক সিসিলিয়া সালাকে মুক্তি দিয়েছে ইরান। এরইমধ্যে তিনি ইতালিতে চলে গেছেন।

গত ১৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। সিসিলিয়াকে কুখ্যাত এভিন কারাগারের একটি নির্জন কক্ষে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তাকে মুক্ত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছিল ইতালি।

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হস্তক্ষেপে কারামুক্ত হয়েছেন ইল ফোজলিওর ২৯ বছর বয়সী সাংবাদিক সিসিলিয়া সালা।

গত ১৩ ডিসেম্বর সাংবাদিক ভিসায় ইরান ভ্রমণে আসেন এই ইতালীয় নাগরিক। ইরানের পরিস্থিতি নিয়ে তিনি একাধিক সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন তৈরি করেন। সিসিলিয়ার পাঠানো প্রতিবেদন নিয়ে বডকাস্টের তিনটি পর্ব তৈরি করা হয়েছিল।

 

সবা:স:জু- ৭০৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান