ডাকাতির সময় বাড়ির মালিককে হত্যা, স্ত্রীকে কুপিয়ে আহত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতি করার সময় বাড়ির মালিক ইসমাইল খানকে (৮০) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার স্ত্রী সালেহা বেগমকে (৭০) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। আহত সালেহা বেগমের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহতের মেয়ে সালমা বেগম জানান, আমাদের উত্তর বিবির বাগিচার ইত্যাদির গলিতে পাঁচতলা একটি বাড়ি আছে। বাড়ির দ্বিতীয় তলায় আমার মা-বাবা থাকেন। আমি আমার স্বামীর সঙ্গে রায়েরবাগের বাসায় থাকি। আজ ভোরে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে জিম্মি করে লুটপাট চালায় এবং আমার বাবা-মাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার বাবাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে অচেতন করে আর মাকে মারধর করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই। আমার মায়ের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত আছে।

 

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে জমজ সন্তানের মা ও কর্মজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নিহত হওয়ার ঘটনায় দোষী প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুরের সর্বস্তরের ছাত্র-জনতা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে অনুষ্ঠিত হবে। যে স্থানটিকে মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়েছে, তার পাশেই রয়েছে দীর্ঘদিন ধরে ঢাকনাহীন থাকা আর একটি ড্রেন। যাতে নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও। এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে নগর কর্তৃপক্ষের চরম উদাসীনতার
মৃত্যুফাঁদ,এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গাজীপুরের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্ব স্ব ব্যানারসহ অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অসংখ্য স্থানে ড্রেনের ঢাকনা ছাড়া ফুটপাথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বার বার সিটির কর্মকর্তাদের জানানো হলেও তারা আমলে নেননি। ফারিয়ার মৃত্যুর দায় গাজীপুর সিটি কর্পোরেশন এড়াতে পারে না।

আয়োজকরা দাবি করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের গাফিলতি ও দায়িত্বহীনতা। তাই আয়োজকরা এই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে প্রকাশ্যে ফাঁসি, দাবি করছেন যাতে ভবিষ্যতে কেউ এমন অবহেলার সাহস না করে।

মানববন্ধনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ব্যর্থ নগর ব্যবস্থাপনার ভয়াবহ প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

আয়োজকরা জানান, এই মানববন্ধন নাগরিক সচেতনতার প্রতিফলন এবং একটি নিরাপদ শহর গড়ার দাবিতে একত্রিত হওয়ার আহ্বান।

প্রসঙ্গত, ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। ম‌নি‌ ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।

গত রবিবার (২৭ জুলাই, ২০২৪) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজ সেরে ফেরার সময় হাসপাতালটির সামনের ঢাকনাহীন ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।

আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৪) সকাল নয়টার দিকে দীর্ঘ ৩৭ ঘন্টা অভিযানের পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি