রাজধানীতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জোটের সেমিনার

রাজধানীতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জোটের সেমিনার

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি গণঅভ্যুত্থান-২০২৪ থেকে নতুন বাংলাদেশের যাত্রা শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশ্লেষক, শিক্ষক, ছাত্রনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাওলানা জামিল সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মোড় পরিবর্তনের সময়। এই আন্দোলন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে এনেছে। তারা এই অভ্যুত্থানকে শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয় বরং একটি নতুন রাষ্ট্র চেতনার সূচনা হিসেবে উল্লেখ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, তিনি বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মূল্যবোধভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গড়তে হবে। ইসলামপন্থি ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইসলামের স্বার্থ একসাথে রক্ষা করাই আমাদের চূড়ান্ত কর্তব্য। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, আরেক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, গবেষক ও চিন্তক সাইয়েদ আব্দুল্লাহ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, শাহরিয়ার শিমুল ও তরুণ আলেম প্রজন্ম ২৪-এর সভাপতি মাওলানা এহসানুল হক।

সভা মুখ্য হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি মূসা আল হাফিজ। জুলাই জোটের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাবরুরুল হক স্বাগত বক্তব্য রাখেন আর আরেক উদ্যোক্তা মাওলানা সাইফুল্লাহ তামিম কওমি স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, জনাব সালাউদ্দিন সবুজ, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা ইকরামুল মারজানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ।
সেমিনারের শেষ দিকে জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুলের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

৫২ নং ওয়ার্ডে”ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

 

মেহেদী হাসান তুষার:

গত ১৯ এপ্রিল রোজ শুক্রবার অদ্য সন্ধ্যা ৭ ঘটিকায় ঢাকা জেলার কদমতলী থানা অধিনস্ত ৫২ নং ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ৪ আসনের এমপি ড. মো : আওলাদ হোসেন ( সংসদীয় স্থায়ী কমিটি সদস্য,নৌ পরিবহন মন্ত্রণালয়) উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাড: ফারুক হোসেন (সভাপতি ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: জিল্লুর রহমান, সাবেক ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: সোহরাব হোসেন, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাব্বত হোসেন,কদমতলী থানা আওয়ামী লীগ সদস্য শেখ মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান  আলমগীর হোসেন এবং সর্বোপরি সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন  মোহাম্মদ জাহাঙ্গীর খাঁ ( ৫২নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আগামী কাউন্সিলর প্রত্যাশী ) ।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা ৪ আসনের এমপি মহোদয় এলাকাবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতিমূলক বেশ কিছু এজেন্ডা রাখেন যা হচ্ছে – মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সমাজ, বাচ্চাদের জন্য একটি খেলার মাঠ , একটি আধুনিকায়ন হসপিটাল, একটি কমিউনিটি সেন্টার, উক্ত এলাকার ময়লা আবর্জনা অপসারণের জন্য একটি নির্ধারিত জায়গা সহ এলাকার গ্যাস সংকটের বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন -আমি আপনাদের ভোটে জয়যুক্ত হয়েছি তাই আমি আপনাদের সকলের একজন প্রতিনিধি এবং আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। তিনি আরো বলেন একটি আধুনিক সমাজ একাকী কখনো গঠন করা যায় না এতে সবার সহযোগিতার প্রয়োজন হয় । এবং উক্ত অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ায়  মোঃ জাহাঙ্গীর খাঁ (কাউন্সিলর প্রত্যাশী) এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন