ঢাকায় বৃষ্টি, জ্বলাবদ্ধতায় দুর্ভোগে সাধারণ মানুষ

ঢাকায় বৃষ্টি, জ্বলাবদ্ধতায় দুর্ভোগে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জ্বলাবদ্ধতা। লাগাতার এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার রাতে সরেজমিনে, রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মধুবাগম, মগবাজার, ওয়ারলেস ঘুরে দেখা গেছে এসব এলাকার অনেক সড়কে পানি জমে আছে। কোথাও কোথাও যানজট ও অটোরিকশার জটলা বেঁধে আছে। ওয়ারলেস মোড়ে কথা হয় অফিস ফেরত রাইসুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মহাখালী থেকে আসছিলাম বাসে করে। নেমে আর বাসায় যাওয়ার রিকশা পাই না। বৃষ্টি হলেই রিকশাওয়ালারা ভাড়া দ্বিগুণ করে ফেলে। এদিকে, হেটেও যাওয়ার মতো পরিস্থিতি নেই।

রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে কথা হয় ব্যবসায়ী আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, দিনভর বৃষ্টি ছিল না। এখন শুরু হয়ে আবার থামছে না। দোকান বন্ধ করে বাসায় ফিরছি, কিন্ত রাস্তায় পানি জমে গেছে। এই এলাকায় সবসময় আধাঘন্টার বেশি বৃষ্টি হলেই, পানি জমে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই ধারা আগামী এক-দুইদিন অব্যাহত থাকতে পারে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৯টার পরেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি সোমবারও (২৮ জুলাই) থাকবে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

রোববার সন্ধায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৮ জুলাই) খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকী ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে, বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকাতেও বৃষ্টি কমতে পারে।

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

ডেস্ক রিপোর্ট:

টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা সহনীয় মাত্রায় ছিল। বৃষ্টি কমে যাওয়ায় এরমধ্যে তাপমাত্রা নিয়ে বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে সারা দেশে দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১১ জুলাই) সকাল আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, আগামী ৪৮ ঘণ্টায় অর্থাৎ শুক্র ও শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রবিবার দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। মঙ্গলবার দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি