মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ জন

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ জন

বাগেরহাট সংবাদদাতা:

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাঁদ বৈদ্যের ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানারীপাড়া সদিপুর শিকদার বাড়ির মৃত দুলাল শিকদারের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। আহত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায় দুপুর ২টার দিকে রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারী রাজেশ্বর বৈদ্য চালক সাইদুল ইসলাম ও আরোহী মাহবুব হোসেন সড়কে পড়ে যান।

খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে রাজেশ্বর বৈদ্যকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহত মাহবুব হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত সাইদুল ও আহত মাহবুব দুজনই বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। তবে কে মোটরসাইকেল চালাচ্ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া একজন আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে এ খবর পাওয়া যায়।

মৃত দু’জন হলেন- ফারিয়া জান্নাত (১৫) ও আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫)। উভয়ই পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া একজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি