দেবিদ্বারে অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধার; দায়িত্ব নিলেন মানবিক ওসি আরিফুর রহমান

সোহাগ আরেফিন॥
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড ভৈষরকোট ভূঁইয়া বাড়ির পাশে নির্জন সবজি জমি থেকে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলাম এর স্ত্রী অজ্ঞাত আহত এক ছেলে শিশুকে দেখতে পেয়ে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।
পরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান কুমিল্লা জেলা পুলিশ সুপার এর নির্দেশে স্থানীয় তুহিন মেম্বার এর সহায়তায় পুলিশ উপ-পরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক শামসু এবং কন্সটেবল মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে একটি ক্যাবিন এর ব্যবস্থা করে শিশুটির চিকিৎসা শুরু করে এবং চিকিৎসা খরচ এর দায়ভার গ্রহণ করেন।
পরে নবজাতক শিশুটির জন্য প্রয়োজনীয় ফিডার, ডায়পার, ওয়েট টিস্যু, দুধ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় ওসি আরিফুর রহমান বলেন, শিশুটি অনেকটা সময় পরিত্যক্ত সবজি জমিতে পড়ে থাকার ফলে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখমী করে ফেলে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির আসল পরিচয় খুঁজে বেড় করার চেষ্টা চালানো হচ্ছে।

শাকিব হত্যা মামলা নিতে ফেনী থানার টালবাহানা

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচার গুলিবর্ষনে নিহত হন শাকিব। এই হত্যার নির্দেশ দাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনীর সংসদ সদস্য , নিজাম উদ্দিন হাজারী আলাউদ্দিন আহমেদ( আলাউদ্দিন নাসিম) ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ অভিযুক্তদের বিরুদ্ধে ফেনী থানায় অভিযোগ দাখিল করেন নিহত শাকিবের মা মাফুজা আক্তার।
এই অভিযোগ দাখিলের পর থেকে ফেনী থানার ওসি টালবাহানা শুরু করেন বলে জানান মামলার বাদি। মামলা রের্কড না করে কালকেক্ষপণ করেন ওসি। এবিষয়ে মামলার বাদি ওসির কাছে জানতে চাইলে তিনি মামলার অভিযোগপত্র থেকে শেখ হাসিনা ওবায়দুল কাদের, মো.আলাউদ্দিন আহমেদ চৌধুরী (আলাউদ্দিন নাসিম), নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বাদ দিতে বলেন। বাদি তাদের নাম বাদ না দেওয়ায় মামলা রের্কড করা হয়নি ।
এবিষয়ে জানতে ফেনী থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি। আমাদের কাজ চলছে। দ্রুত কোর্টে পাঠানো হবে।
অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নেয় ছাত্র জনতা । এ সময় নিজাম হাজারীর নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্য দিবালোকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করা হয় । ঘটনায় এখন পর্যন্ত ১১জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে শাকিব ছিলো অন্যতম ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম