লালবাগ থানা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালবাগ থানা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

জুলাই-আগস্ট মাসের ঘোষিত গণঅভ্যর্থনা ও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে লালবাগ থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ খন্দকার এনামুল হক এনাম ও রবিউল ইসলাম নয়ন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও রাজপথের সংগ্রামী নেতা শফিকুল ইসলাম নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির।

এছাড়াও লালবাগ থানা যুবদলের সকল যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন লালবাগ থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন।

সভায় বক্তারা ১, ৪ ও ৬ আগস্টের কর্মসূচিগুলো সফল করতে দলীয় ঐক্য ও সাংগঠনিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মারা গেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

তার ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হিরু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘নোমান ভাই আর নেই। বীর চট্টলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আমার রাজনৈতিক অভিভাবক, জননেতা জনাব আবদুল্লাহ আল নোমান আজ ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মহান আল্লাহ প্রিয় নেতাকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।’

১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।

ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮১ সালে বিএনপিতে যোগ দেন তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম