কুয়েটের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার

কুয়েটের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার

খুলনা সংবাদদাতা:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয়ের রুম থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয় ।জানা গেছে, দুই তিন-দিন আগে পুলিশের কাছে তথ্য আসে মাদকের একটি বড় চালান কুয়েটে ঢুকানো হবে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ নজরদারিতে রাখে কয়েকজনকে।

এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল হলের ডাইনিংয়ে অভিযান চালায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিভিল পোশাকে এবং ইউনিফর্ম পোশাকধারী পুলিশ হল ঘিরে ফেলে। পরে হলের মধ্যে ডাইনিংয়ের ওয়ার্ড বয়দের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ওয়ার্ড বয় মিরাজ হাওলাদারের ট্রাংকের মধ্যে পলিথিনে রাখা ১ কেজি ৬০০ গ্রাম জব্দ করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ডবয় মিরাজের কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে। মিরাজকে গ্রেপ্তার করে খানজাহান আলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক ও মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল অভিযোগ করে বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের অনুসারীরা। তারা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদের ধাওয়া করে ধরতে পারিনি।

এ বিষয়ে জানতে  চাইলে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ জন্য উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

 

সবা:স:জু- ৪৭৭/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি