শেরপুরের নালিতাবাড়ী সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ী সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেরপুর সংবাদদাতা:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট রোববার উপজেলা পরিষদের সামনে এই আয়োজন করে প্রেসক্লাব নালিতাবাড়ী।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সদস্য হারুন অর রশিদ।

প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ার প্রমুখ।

বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেসক্লাব নেতারা জানান সাংবাদিকদের উপর কেউ সামান্য আক্রমণ করতে চাইলেও তাকে ছাড় দেওয়া হবে না।

মানববন্ধনে নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামানকে (৩৮) সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

পাওনা টাকা ফেরত চাওয়ায় আওয়ামীলীগ নেতা কর্তৃক বিএনপির সাবেক এমপির ছেলেদেরকে মামলায় ফাসানোর অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

গত ১৪.১০.২০২৪ ইংরেজি তারিখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষকলীগ নেতা নুরুজ্জামান বাদী হয়ে করিমগঞ্জ থানায় চাদাবাজির মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক এমপি পুত্র সাদ্দাম এবং সায়েম সহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করা হয়েছে। সাদ্দাম কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক। সাদ্দামের পিতা জনাব কবির উদ্দিন আহম্মেদ (বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার, সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ-৩)
১৬.১০.২০২৪ ইং তারিখে হোটেল শেরাটনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।সেখানে তিনি বলেন বিগত ১৮ বছর যাবত আমার পরিবার জাতীয় পার্টির এমপি মজিবুল হক চুন্নু দ্বারা মারাত্তকভাবে আর্থিক,সামাজিক,রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আসছে। এখন এই সময়ে এসেও আমার পরিবার মজিবুল হক চুন্নু ও তার কতিপয় এজেন্ট দ্বারা নির্যাতনের শিকার হবে?! এই সময়ে এসেও তার এত ক্ষমতার উৎস কি? তার এজেন্ট কারা?
এই ব্যাপারে মামলার আরেক আসামি সাদ্দামের বড় ভাই তাওসিফ কবির সায়েমের সাথে কথা বললে তিনি আমাদের বলেন, তিনি অন্তত ২৫/২৬ বছর যাবত নৌকার ব্যাবসার সাথে জড়িত। ২০০৯-২০১৩ সালের মধ্যে ৮টি নৌকার অর্ধেক মালিকানা ক্রয় করে স্বাভাবিকভাবে ব্যাবসা পরিচালনা করে আসছিলাম। বিগত ২০১৬ সালে এসে তারা স্থানীয় প্রভাবশালী এমপি ও মজিবুল হক চুন্নুর প্রভাব খাটিয়ে আমাদের নৌকাগুলো জোর পূর্বক দখল করে নেয় এবং নৌকার টাকা আত্মসাৎ করে।
পট পরিবর্তনের পর আমরা স্থানীয় দরবারিদের সহায়তায় আমাদের নৌকা ও পাওনা টাকা আদায়ের চেষ্টা করি এবং তাদের বিরুদ্ধে ১৯.০৯.২০২৪ ইংরেজি তারিখে একটি মামলা দায়ের করি যা আদালতে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে তারা মজিবুল হক চুন্নু ও তার দোসরদের সহায়তায় উল্টো আমাদের নামে মিথ্যা চাদাবাজি মামলা দায়ের করে আমার ভাইকে গ্রেফতার করায়। সাদ্দামের বড় ভাই সাইফুল ইসলাম ভিপি সুমন ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক, বিপুল ভোটে নির্বাচিত করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।
এলাকার বিএনপির নেতৃবৃন্দ বলেন মূলত মজিবুল হক চুন্নু ভিপি সুমনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিহিংসাপরায়ণ আচরন করে আসছে সবসময়। তাকে হত্যার ষড়যন্ত্র করেছে বারবার।একবার রাতের আধারে বাসায় ঢুকে গুলি করলে গুলি বিদ্ধ হয় তার ছোট ভাই মাসরুর আহম্মেদ রুমন, তার কিছুদিন পর আবারও ভিপি সুমন এর উপর হত্যার উদ্দেশ্যে আক্রমন করা হয় এবং তখন ৭টি বুলেট বিদ্ধ হওয়ার পরও অলৌকিক ভাবে সে বেচে যায়। আর এসবই হয়েছে চুন্নুর মদদে। বর্তমান পরিস্থিতিতেও মজিবুল হক চুন্নু থেমে নেই। সে তার এজেন্টদের মাধ্যমে হীন ষড়যন্ত্র চালিয়ে ভিপি সুমন কে ধ্বংস করতে চাচ্ছে এবং এই চাদাবাজির মামলা মূলত এই ষড়যন্ত্রেরই অংশ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের