যাত্রীকে নোংরা সিট দেওয়ায় ভারতীয় এয়ারলাইন্সকে জরিমানা

যাত্রীকে নোংরা সিট দেওয়ায় ভারতীয় এয়ারলাইন্সকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

এক যাত্রীকে অস্বাস্থ্যকর, নোংরা ও দাগযুক্ত আসন দেওয়ার ঘটনায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে জরিমানা করা হয়েছে। দিল্লির একটি ভোক্তা আদালত ইন্ডিগোকে দেড় লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নয়াদিল্লির ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রেসিডেন্ট পুনম চৌধুরী এবং সদস্য বারিক আহমেদ ও শেখর চন্দ্রের সমন্বিত বেঞ্চে পিংকি নামের ওই নারী যাত্রীর অভিযোগের শুনানি হয়। অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ জানুয়ারি বাকু থেকে দিল্লি ফেরার পথে ওই যাত্রীকে নোংরা ও দাগযুক্ত সিট দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ করলে তা ‘উপেক্ষা ও অসংবেদনশীল আচরণ’ করে ইন্ডিগো কর্তৃপক্ষ।

অভিযোগের জবাবে ইন্ডিগো জানায়, বিষয়টি জানার পর ওই যাত্রীকে অন্য সিট দেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্বেচ্ছায় ওই সিটে বসেই যাত্রা শেষ করেন। প্রমাণাদি পর্যালোচনা করে গত ৯ জুলাইয়ের আদেশে আদালত জানায়, ইন্ডিগোর সেবায় ঘাটতি রয়েছে। ভোগান্তি, মানসিক কষ্ট ও শারীরিক অসুবিধার জন্য দেড় লাখ রুপি ক্ষতিপূরণ এবং ২৫ হাজার রুপি মামলা পরিচালনার খরচ দিতে নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে আরও বলা হয়, ইন্ডিগো প্রয়োজনীয় তথ্য ও এসডিডি রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে, যা বিমান চলাচলসংক্রান্ত ঘটনার গুরুত্বপূর্ণ নথি। এই রিপোর্ট না থাকায় ইন্ডিগোর আত্মপক্ষ সমর্থনে দুর্বলতা ধরা পড়েছে। সব বিষয় বিবেচনা করে এয়ারলাইনসটিকে জরিমানা করা হলো।

বিনিময়ে কী চাওয়া হয়েছিল?

বিনোদন ডেক্স॥
ইতোমধ্যে বলিউডে ১০ বছর পূর্ণ করলেন অভিনেত্রী ও ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। ২০১৪ সালের ছবি ‘ফুগলি’ দিয়ে ক্যারিয়ার শুরু করা নোরা এক দশকে অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি এখন পর্যন্ত ৪৪টিরও বেশি চলচ্চিত্র ও গান করেছেন, যা বলিউডে নোরার জীবন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
সম্প্রতি চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে একটি সাক্ষাৎকারে নোরা ফাতেহি তার সংগ্রামী দিনের কথা স্মরণ করে অনেক গল্প বলেছেন। তিনি বলেছেন তার বলিউড ইন্ডাস্ট্রির শুরুর দিনের গল্প।

নোরা বলেন, ‘আমি যখন কানাডা থেকে মুম্বাইয়ে আসি, তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। আজ যদি কেউ আমার কাছে কোনো কাজ নিয়ে আসে, আমি তাকে জিজ্ঞেস করি— আপনি আমাকে কেন কাজের প্রস্তাব দিচ্ছেন? তুমি আমার কাছে কি চাও?— এই যুগে কেউ কারও জন্য বিনাপয়সায় কিছু করে না।

তিনি বলেন, কিন্তু তখন এরকম পরিস্থিতি ছিল না। আমি বিশ্বাস করতাম যে, কেউ যদি আসে, তাকে আমার জন্য ঈশ্বর পাঠিয়েছেন। নোরা বলেন, কিন্তু আমি আমার কর্মজীবনের শুরুতে অনেক বোকা মানুষকে অনুসরণ করেছি। তাদের অনেকেই সরাসরি আমার কাছে সুবিধা চেয়েছেন।

এ ছাড়া অনেকে এমনও বলেছেন যে, আমি আপনাকে বলিউডের পরবর্তী ক্যাটরিনা কাইফ বানানো, কিন্তু বিনিময়ে আমি কী পাব? নোরা ফাতেহি দীর্ঘদিন সংগ্রাম করে নিজের জায়গা করে নিয়েছেন।

নোরার নাচের প্রতি প্রেম ও প্রতিভা তাকে অনেক আইটেম গানে অন্তর্ভুক্ত করেছে, যা দর্শকদের মধ্যে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে নোরা শুধু নাচেই নয়, চলচ্চিত্রেও কাজ করছেন এবং তার ক্যারিয়ার যেন দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছে।

নোরা ফাতেহি এখন পর্যন্ত ৪৪টিরও বেশি প্রকল্পে কাজ করেছেন এবং তার ক্রেজ এখনো দর্শকদের মধ্যে অনেক কথা বলে। শুধু চলচ্চিত্র নয়, মিউজিক ভিডিওতে তার উপস্থিতিও দর্শকদের আকর্ষণ করে।

সবা:স:সু-২০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম