লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১০ আগস্ট) রাতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক ফরিদ উদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযানে একই এলাকার নাঈম নামে এক ব্যক্তির বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে সেনাবাহিনী।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরিদের বাড়ি থেকে একনলা বন্দুক এবং নাঈমের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

নিজ এলাকায় এনসিপির কমিটি দিয়ে বিতর্কে হান্নান মাসউদ

নিজ এলাকায় এনসিপির কমিটি দিয়ে বিতর্কে হান্নান মাসউদ

নোয়াখালী সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নিজ এলাকা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তিন মাস মেয়াদী এ সমন্বয় কমিটিতে ৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন হেডমাস্টার শামছল তিব্রিজ।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এছাড়াও আরও ১৭ জনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ৩৩ জনকে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে। কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অব.) মোহাম্মদ সাহেদ উদ্দীন, আশরাফুল আজীম (বাপ্পী), হুমায়রা আক্তার পহেলী, শহীদুল্লাহ সুজন, ডা. আব্দুর রহমান, প্রফেসর বাকের বিল্লাহ, ডা. তানিয়া সুলতানা, দাউদুল ইসলাম খান, মেহেরাজ উদ্দীন, মাস্টার মোশাররফ হোসেন, আবু তৈয়ব, জাহেদা সুলতানা রুনা, জাকের হোসেন, ফুয়াদ উদ্দীন, প্রফেসর মফিজ উদ্দীন আহমেদ ও সালমা আক্তার লাকী।

কমিটিতে সদস্যরা হলেন মাস্টার আনোয়ার হোসেন, মামুনুর রশীদ, আব্দুল মন্নান, সুফিয়া বেগম, আমীরুল ইসলাম শামীম, ফরহাদ উদ্দীন, উম্মে আফিফা, হাজী ইখতিয়ার উদ্দিন বখতিয়ার, ডা. মোহাম্মদ শাহজাহানঅ্যা, ডভোকেট সাদিকুর রহমান রাশেদ, মাস্টার জসীম উদ্দীন, মুশফিকা আক্তার মেরী, ডা. মোহাম্মদ আব্দুল জলিল, জিয়াউর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার গোলাম মাওলা, আপেল আলী, আমেনা বেগম, আজিজুর রহমান, রুমি আক্তার, দিদার উদ্দীন, হেলাল উদ্দীন, জোসনা বেগম, ইমন হাসান ভুট্টু, মনির উদ্দীন, আলফি শাহরিন ফিহা, বশির আহমেদ, জোসনা বেগম, আকবর হোসেন, আকতার হোসেন, নবীর উদ্দীন আলতাব, আকবর হোসেন, রাশেদ উদ্দীন (সাদেক আলী) ও রোজিনা আকতার।

এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে অবহিত না করে কক্সবাজার ভ্রমণ করায় কারণ দর্শানোর নোটিশ পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাতিয়া উপজেলা সমন্বয় কমিটিতে স্বাক্ষর করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এছাড়াও অনেকে এই কমিটিকে হান্নান মাসউদের পারিবারিক কমিটি ও আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি’ হিসেবেও অভিহিত করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের