ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, তিনি অনলাইন ভিত্তিক টেলিভিশিন ‌‘চ্যানেল এস’ এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাভারে সাংবাদিক জহিরুল ইসলামের উপর হামলা

 

আলী রেজা রাজু-সাভার,ঢাকা:
সাভারে কর্মরত সাংবাদিক জহিরুল ইসলামের উপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে সাংবাদিক জহিরুল ইসলাম সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় বাসার নিচে তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি পরিষ্কার করছিলেন। এমনতা অস্থায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ওমর ফারুক চৌধুরী, মো: সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মো: হাবিবুর রহমান এসে আচমকা তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। ইট পাটকেল নিক্ষেপ করার কারনে গাড়ীর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং ২ নং বিবাদীর হাতে থাকা রডের আঘাতে বাম হাতে জখম হয়। তখন আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে জীবন নাশের হুমকি প্রদান করতে থাকে এবং বারবার তেড়ে আসে। এমতাবস্থায় সে চরম নিরাপত্তাহীন পরে সাভার থানার পুশিল কে জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হামলাকারীরা ও তাদের বাড়ীর নারী সদস্যরা পুলিশের উপর ও সাংবাদিক এনামুল হক শামিমের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অবস্থা বেগতিক দেখে সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম সাংবাদিককে সাভার মডেল থানায় নিয়ে যায়। এরপর থানার অভিযোগ দায়ের করেন। জহিরুল এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে তাকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও পায়তারা চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন আমরা অভিযোগ পেয়েছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে হামলাকারীদের সাথে বার বার যোগাযোগ করেও তাদের৷ মন্তব্য নেয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি