ইবির ধীরগতি ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

 

ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধীরগতির ইন্টারনেট সেবার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত ইন্টারনেট সুবিধা না থাকার কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হলের শিক্ষার্থীরা থমকে যাচ্ছে অনলাইন ক্লাসসহ গবেষণামূলক কার্যক্রমে।

শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস, টিএসসিসি, ৮ টি আবাসিক হল, অনুষদ ভবনগুলোতে, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে, আবাসিক শিক্ষক কোয়ার্টারে ওয়াইফাই জোন চালু থাকলেও তা চলছে খুব ধীরগতিতে । দুর্বল গতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে বিভিন্ন অনলাইন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই সেবা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনলাইনে ক্লাস করা, বই পড়া ও গবেষণা কার্যক্রম চালাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রয়োজন, কিন্তু ধীরগতির ইন্টারনেটের কারণে সেসব শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ইন্টারনেট কানেক্ট হলেও-এর গতি ধীর হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে থাকে। বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ দীর্ঘসময় নিয়ে লোডিং হওয়ায় ইন্টারনেট ব্যবহারে ভোগান্তির শিকার হচ্ছে তারা।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে খোঁজ নিয়ে জানা যায় যায়, হলগুলোতে সমৃদ্ধ ইন্টারনেট ব্যবস্থা থাকলেও দিনের বেশিরভাগ সময় ১০০ কেবিপিএস থেকে ১৫০ কেবিপিএস গতির ইন্টারনেট সংযোগের কারণে অনলাইনে শিক্ষামূলক কোনো কনটেন্টই দেখা সম্ভব হয় না। ফলে পড়ালেখা থেকে শুরু করে অ্যাসাইনমেন্টের কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। তাই বাধ্য হয়ে তাদের নিজ নিজ মোবাইল ডাটার উপর নির্ভর করতে হয়। কিন্তু তারপরও ভোগান্তির শেষ নাই হলগুলোতে পায় না পর্যাপ্ত মোবাইল নেটওয়ার্ক।

বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী খাদিজা খাতুন জানান, প্রয়োজনীয় কোনো তথ্য খুজতে বা অনলাইনে ক্লাস করতে গেলে ব্যাপকভাবে নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হতে হয়, একাধিকবার বিচ্ছিন্ন ঘটে অনলাইন ক্লাস থেকে।

বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাজিম হোসেন বলেন,’অবসরে অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট ও বিদেশি লেখকদের বই পড়ার অভ্যেস থাকলেও হলের ইন্টারনেট সমস্যার কারণে বেশিরভাগ সময়েই পড়তে পারিনা, ধীরগতির ইন্টারনেটের কারণে কোথাও ব্রাউজও করতে পারিনা।’

শহিদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘প্রতিদিন আমাকে আমাদের সেশনের গ্রুপে ক্লাসের সময়, টিউটরিয়াল পরীক্ষার সময়-তারিখসহ বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য দেখতে হয়। কিন্তু ওয়াইফায়ের ন্যূনতম স্পিড না থাকায় খুব সমস্যায় পড়ে যায়।’

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত সরকার রাসা বলেন, ‘একাডেমিক কিছু পড়াশুনা রয়েছে, যেটা নেট থেকেই আমাকে কাভার করতে হয়। কিন্তু ওয়াইফায়ের যে গতি তাতে পড়াশুনায় চরম সমস্যায় পড়তে হচ্ছে।’

এই বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, ‘ হলের প্রতিটি ব্লকে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাউটার ও ইন্টারনেটের সংযোগের ব্যবস্থা করলেও আইসিটি সেল থেকে আমরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সাপ্লাই পাচ্ছিনা। এটা সম্পূর্ণ আইসিটি সেলের ব্যর্থতা। তাদের ইন্টারনেট সাপ্লাইয়ের ব্যর্থতার দরুন আমাদের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে কয়েকবার আইসিটি সেলে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উর আম্বিয়া বলেন, ‘ইন্টারনেটের ধীরগতির ব্যাপারে কোনো অভিযোগ পায়নি, ইন্টারনেট তো ভালোই চলছে। আর কোনো সমস্যার অভিযোগ পেলে ওয়াইফাই প্রোভাইডার বিটিজেনের সাথে আলাপ করে সমস্যার সমাধান করবো।’

এনবিআরের ৩৬ কর্মকর্তা বদলি, পদোন্নতি ১২

অর্থনৈতিক রিপোর্টার॥

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পর্যায়ের ৩৬ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১২ জন পদোন্নতি পেয়েছেন।

রোববার এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) উপসচিব মো. শাহিনুজ্জামানের সই করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের পাশে বর্ণিত পদ, কর্মস্থল, বদলি অথবা পদায়ন করা হলো।

এদের মধ্যে ঢাকা কর অঞ্চল-৯ এর অতিরিক্ত কর কমিশনার রনজিত কুমার তালুকদারকে ঢাকা কর অঞ্চল-৪ এ বদলি করা হয়েছে। আর ঢাকা কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খানকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৬ এ।

আদেশে আরো বলা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আব্দুস শহীদ কবীরকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে।

কর অঞ্চল-৬ এর অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-১ এ। কর অঞ্চল ময়মনসিংহের অতিরিক্ত কর কমিশনার কবির উদ্দিন মোল্লাকে বদলি করা হয়েছে কর পরিদর্শন পরিদপ্তর ঢাকাতে।

আদেশে উল্লেখ করা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সৈয়দ জাকির হোসেনকে বদলি করা হয়েছে কর অঞ্চল কুমিল্লাতে। কর অঞ্চল বগুড়ার অতিরিক্ত কর কমিশনার মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে কর অঞ্চল-৩ চট্টগ্রামে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কর) মো. শাহিন আক্তার হোসেনকে করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৯ এ। ঢাকা কর অঞ্চল-১২ এর অতিরিক্ত কর কমিশনার মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এ প্রথম সচিব (কর) করে। ঢাকা কর অঞ্চল-২ এর অতিরিক্ত কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরীকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে।

আর এনবিআরের প্রথম সচিব (কর) মো. শাহ আলীকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৭ এ। কর আপিল অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল মুনিরকে বদলি করা হয়েছে কর অঞ্চল ময়মনসিংহে। এনবিআরের প্রথম সচিব (কর) মো. গোলাম কবীরকে আকর অঞ্চল-৫ এ বদলি করা হয়েছে। এনবিআরের প্রথম সচিব (কর) আসমা দিনা গণিকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-২ এ। ঢাকা কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার এসএম আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে চট্টগ্রামের কর আপিল অঞ্চলে। কর অঞ্চল নারায়ণগঞ্জ এয়ার অতিরিক্ত কর কমিশনার চলতি দায়িত্ব মো. আবদুস সবুর খানকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল- ১৩ এ।

এনবিআরের আদেশে বলা হয়, এনবিআরের প্রথম সচিব (কর) জিনাত আরাকে বদলি করা হয়েছে ঢাকা কর অঞ্চল-৮ এ। ঢাকা কর অঞ্চল-১৩ এর অতিরিক্ত কর কমিশনার শ্রাবণী চাকমাকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে। চট্টগ্রামের কর অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ানকে বদলি করে সিলেট কর অঞ্চলে পাঠানো হয়েছে। ঢাকা কর অঞ্চল-১১ এর অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলিকে বদলি করা হয়েছে ঢাকা কর আপীল অঞ্চল-১ এ। কর আপিল অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার বিপ্লব কান্তি দাসকে বদলি করে ঢাকা কর অঞ্চল-১২ এ পাঠানো হয়েছে। এনবিআরের প্রথম সচিব (কর) মো. আমিনুর রহমানকে বদলি করে ঢাকা কর অঞ্চল আপিল-৪ এ পাঠানো হয়েছে। কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়কে বদলি করা হয়েছে ঢাকা কর আপীল অঞ্চল-৩ এ। কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেলকে বদলি করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (কর) করে। ঢাকা কর অঞ্চল-১৪ এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুর রকিবকে পদোন্নতি দিয়ে ঢাকা কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) দিয়ে বদলি করা হয়েছে। কর অঞ্চল গাজীপুরের যুগ্ম কর কমিশনার সৈয়দ মহিদুল হাসানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) ঢাকা কর অঞ্চল-৯ এ বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব)করে কর অঞ্চল বগুড়ায় বদলি করা হয়েছে।

এনবিআরের আদেশে আরো বলা হয়, ঢাকা কর অঞ্চল-৭ এর যুগ্ম কর কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার করে এনবিআরের প্রথম সচিব (কর) পদে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার রুনা লায়লাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কমিশনার করে ঢাকা কর অঞ্চল-১১ এ বদলি করা হয়েছে। কর আপিল অঞ্চল-৪ এর যুগ্ম কর কমিশনার নাজমা পারভীনকে ঢাকা কর অঞ্চল-৭ এ অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব ) করে বদলি করা হয়েছে। আদেশে আরো উল্লেখ করা হয়েছে, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক (যুগ্ম কর কমিশনার) সেলিনা সুলতানাকে অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করে পরিদর্শন পরিদপ্তরের পরিদর্শন-৪ এ বদলি করা হয়েছে। চট্টগ্রাম কর আপিল অঞ্চলের যুগ্ম কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরাকে কর অঞ্চল নারায়ণগঞ্জে অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) করে পাঠানো হয়েছে।

ঢাকা কর অঞ্চল-১ এর যুগ্ম কর কমিশনার সাহেনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৪ এ অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। ঢাকা কর অঞ্চল-৮ এর যুগ্ম কর কমিশনার মো. নজরুল আলম চৌধুরীকে বদলি করে চট্টগ্রাম কর অঞ্চল-২ এ অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। কর অঞ্চল বরিশালের এর যুগ্ম কমিশনার মু. মহিতুর রহমানকে কর অঞ্চল বরিশালের অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে এবং ঢাকা কর অঞ্চল-১২ এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ফজলে আহাদ কায়ছারকে ঢাকা কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের