মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে লুট

মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে লুট

মানিকগঞ্জ সাংবাদদাতা:

মানিকগঞ্জ ফিল্মি স্টাইলে দোকানের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ২০/২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এসময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস ছুরিকাঘাতে আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২ টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এসময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০/২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে স্বর্ণ ব্যবসায়ীরা।

চন্দনপুর ইউপি উপ-নির্বাচনের প্রতীক পেয়ে প্রার্থীদের শোডাউন: ভিন্নরকম ছিলো হাতপাখার!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়নের আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ মে,২০২৩) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সকল প্রার্থীদের উপস্থিত সম্মুখে বরাদ্দকৃত প্রতীক বুঝিয়ে দেন। সবশেষে ১০ জন প্রার্থীকে মনোনীত করা হয়।

যারা প্রতীক পেয়েছে তারা হলেন, মোঃ সেলিম আহম্মেদ (নৌকা), মোঃ আমির হোসেন (হাতপাখা), মোঃ এবাদ উল্লাহ (ঘোড়া), মোঃ আ ন ম বজলুর রশিদ (আনরস), মোঃ মোখলেছুর রহমান (টেবিল ফ্যান), মোঃ হাবিজুল্লাহ দুরা গাজী (সিএনজি), মোঃ সেলিম সরকার (চশমা), মোঃ গোলাম মহিউদ্দিন মোহন (আম পাতা), মোঃ ফজর আলী (মটর সাইকেল), মোহাম্মদ আলী (টেলিফোন)।

সরেজমিনে দেখা যায়, বরাদ্দকৃত প্রতীক পেয়ে শোডাউন করেছেন সকল প্রার্থীরা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো.আমির হোসেন-এর শোডাউন ছিলো ভিন্নরকম। দুপুর ১২ টার দিকে মেঘনা উপজেলার নির্বাচন অফিস থেকে বের হয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি বিশাল মিছিল বের করেন। মিছিলটি পুরো ৩নং চন্দনপুর ইউনিয়ন পদক্ষিন করে।

মোঃ আমির হোসেন বলেন, জনগণ এবার ইসলামী শক্তিকে বিজয় করার জন্য বদ্ধপরিকর। এবার ৩নং ইউনিয়নে হাতপাখার যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সুষ্ঠুভাবে ইউনিয়নবাসী ভোট দিতে পারলে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম