শেরপুরে জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলা জাতীয় পার্টির নব-গঠিত আহবায়ক কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির আহবায়ক মাহমুদুল হক মনি। জনাব মনি বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোন সুযোগ নেই। আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। তবে সাংগঠনিক ভাবে আমরা দুর্বল। এটি খুব দ্রুতই কেটে যাবে। নেতাকর্মীদের তিনি সাংগঠনিক কাজে মনোযোগী হওয়ার আহবান জানান।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, দল নিবন্ধনের পর থেকে কোন নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমন রেকর্ড নেই। এবারও নির্বাচনে অংশগ্রহণ করব। এতে কোন বাধা দেয়ার সুযোগ নেই।

শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য জাহাঙ্গীর আলম, মস্তুফা আলী,কাজি শাহ নেওয়াজ শাহিন, মন্টু মেম্বার, শফিকুল  ইসলাম আপন, নুর ভক্ত, জাকির হোসেন, ছোর মাহমুদ, সদর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ও সদ্য আওয়ামী লীগ থেকে জাপায় যোগদানকারী খলিলুর রহমান খলিল, সদস্য সচিব এনামুল হক, জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক মোহাম্মদ আলী, ঝিনাইগাতী উপজেলার শাখার আহবায়ক ফারুকুজ্জামান, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, যুব নেতা মুস্তাকিন বিল্লাহ,মোহাম্মদ আর রাফি, মুস্তাফিজুর রহমান পারভেজ ও খোয়াজ আলী প্রমুখ।

ভর্তি পরীক্ষায় বিনামূল্যে থাকা ও যাতায়াত ব্যবস্থা করল দূর্বার তারুণ্য

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন দুই লাখ ৫৬ শিক্ষার্থী। অভিভাবক ও শিক্ষার্থী এসময়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা পড়েন থাকা ও যাতায়াত ব্যবস্থা নিয়ে। সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ ১৬ মে(মঙ্গলবার) নগরীর হালিশহর বিডিআর মাঠে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু “ফ্রী বাস সার্ভিস” এর উদ্বোধন ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। সামাজিক কাজে সবসময়ই আমাদের সহযোগিতা অব্যহত থাকে। এধরণের ইউনিক আইডিয়াগুলো বাস্তবায়নে অতীতেও আমরা দূর্বার তারুণ্য এর পাশে ছিলাম,এখনও আছি, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রামে আমরাই বোধহয় প্রথম যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করেছি।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা নিজেরাও একটা সময় এরকম পরীক্ষার্থী ছিলাম। তাই আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি এসময় সংশ্লিষ্ট মানুষগুলো কতটা চিন্তায় থাকে। আমরা মেয়েদের অভিভাবকসহ বিভিন্ন হোটেলে ও ছেলেদের হলে থাকার ব্যবস্থা করেছি। এলাকাভিত্তিক যারা স্থানীয় তাদের জন্য বিনামূল্যে আমরা “ফ্রী বাস সার্ভিস” এর ব্যবস্থা করেছি। আমাদের বিনামূল্যে এই বাস সার্ভিস পাবেন হাজারের অধিক শিক্ষার্থী। এছাড়াও এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক অভিভাবক ও পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা আমরা করেছি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করার দায়িত্বে আছেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল ও বিনামূল্যে যাতায়াতের জন্য দায়িত্ব দেয়া হয়েছে সংগঠনের সাবেক অর্থ সম্পাদক রবিউল হাসান কে।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: জিহাদুল ইসলাম, আদনান সাকিব, শাফায়াত মোর্শেদ, হযরত আলী মোবারক, মারুপ আল হাসান, কামরুল ইসলামসহ অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি