
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলা জাতীয় পার্টির নব-গঠিত আহবায়ক কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির আহবায়ক মাহমুদুল হক মনি। জনাব মনি বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোন সুযোগ নেই। আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। তবে সাংগঠনিক ভাবে আমরা দুর্বল। এটি খুব দ্রুতই কেটে যাবে। নেতাকর্মীদের তিনি সাংগঠনিক কাজে মনোযোগী হওয়ার আহবান জানান।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, দল নিবন্ধনের পর থেকে কোন নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমন রেকর্ড নেই। এবারও নির্বাচনে অংশগ্রহণ করব। এতে কোন বাধা দেয়ার সুযোগ নেই।
শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য জাহাঙ্গীর আলম, মস্তুফা আলী,কাজি শাহ নেওয়াজ শাহিন, মন্টু মেম্বার, শফিকুল ইসলাম আপন, নুর ভক্ত, জাকির হোসেন, ছোর মাহমুদ, সদর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ও সদ্য আওয়ামী লীগ থেকে জাপায় যোগদানকারী খলিলুর রহমান খলিল, সদস্য সচিব এনামুল হক, জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক মোহাম্মদ আলী, ঝিনাইগাতী উপজেলার শাখার আহবায়ক ফারুকুজ্জামান, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, যুব নেতা মুস্তাকিন বিল্লাহ,মোহাম্মদ আর রাফি, মুস্তাফিজুর রহমান পারভেজ ও খোয়াজ আলী প্রমুখ।