
টাঙ্গাইল সাংবাদদাতা:
টাঙ্গাইলের এলেঙ্গা উপজেলায় ইসলামী ব্যাংক লুটেরা ও এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইসহ মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপ ব্যাংকে প্রভাব খাটিয়ে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের সেবার মান ক্ষুণ্ন করছে। এর ফলে গ্রাহকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং ব্যাংকের সেবা দিন দিন নিম্নমানের হয়ে যাচ্ছে।
মানববন্ধনে বক্তারা দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ প্রবর্তনের দাবি জানান।