
ডেস্ক রিপোর্ট:
সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের অন্যতম সহযোগী এ চকবাজার থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে আমিনুল হক মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি স্থানীয়দের কাছে ‘পলিথিন’ মুরাদ নামেই বেশি পরিচিত।
রোববার (০৫ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, মুরাদকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।