রোনালদোর রেকর্ড ভাঙলেন হালান্ড

ক্রীড়া প্রতিবেদক॥
ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙলেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে রোনালদো তিনটি হ্যাটট্রিক করেছিলেন। আর্লিং হালান্ড কয়েক মাসের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দিলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে রবিবার ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। তিনটি গোলই করেন হালান্ড। প্রিমিয়ার লিগে যা তার চতুর্থ হ্যাটট্রিক।

গত কয়েক ম্যাচ ধরেই সমালোচনার শিকার হচ্ছিলেন হালান্ড ও তার দল সিটি। পেপ গার্দিওলার দল যেন তারই জবাব দিল এ ম্যাচে। একই সঙ্গে অস্বস্তিও কিছুটা কমল তাদের।

গত ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও জিতেছিল সিটি। যদিও প্রথমার্ধে ফুটবলারদের পারফরম্যান্স হতাশ করেছিল সমর্থকদেরও। উলভসের বিরুদ্ধেও পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছিল। অবশেষে ৪০ মিনিটে গোলের মুখ খোলে ম্যান সিটি। সৌজন্যে হালান্ড। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও ভয়ংকর হয়ে ওঠে ম্যান সিটি। ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ২-০ করেন হালান্ড। ৪ মিনিটের মধ্যেই হ্য়াটট্রিক পূর্ণ করেন। সব মিলিয়ে ১৪ মিনিটেই খেলার রং বদলে দেন হালান্ড।

এ বারের প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই হালান্ডের নামের পাশে ২৫ গোল। সেটিও রেকর্ড। ২০১৮-১৯ থেকে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বাধিক গোল করেছেন যারা, তাদের গোলসংখ্যা ২৩টি করে। হালান্ড মাত্র ১৯ ম্যাচেই সেই সংখ্যা পেরিয়ে অনেকটা এগিয়ে গেলেন। যে গতিতে এগোচ্ছেন তাতে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডও ভেঙে দিতে পারেন হালান্ড।

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ (সোমবার) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা।

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। গতকাল চার সদস্যের (শাহীন, হিল্টন,গাউস ও ইকবাল) সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিন সদস্য রুপু,সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এজন্য গণমাধ্যম কর্মীরাও বিমানবন্দরে ভিড় জমিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি