আগামীকাল ‘কানামাছি শিশুসাহিত্য উৎসব’

স্টাফ রিপোর্টারঃ

ছোটদের পত্রিকা কানামাছি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। কবি ও লেখকদের এ মিলনমেলায় সেমিনার, শিশুসাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
খ্যাতিমান শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আখতার হুসেন, আসলাম সানী, সুজন বড়ুয়া, রহীম শাহ, আহমেদ জসিম, রমজান মাহমুদ কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি ও গবেষক মজিদ মাহমুদ ও কানামাছি’র সম্পাদক মঈন মুরসালিন।
শিশুসাহিত্য উৎসব উপলক্ষে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। পাঁচ কৃতিমান লেখক এ বছর কানামাছি শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন। উৎসবে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আজীবন সম্মাননা পাচ্ছেন- খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং তরুণ শাখায় পুরস্কার পাচ্ছেন- শামীম হাসনাইন ও নজরুল ইসলাম শান্তু (ছড়া-কবিতায়), মাহবুবা ফারুক (গল্পে) এবং হালিম নজরুল (গদ্যে)।
উৎসব উপলক্ষে সারাদেশ থেকে যে সকল কবি ও শিশুসাহিত্যিকবৃন্দ অংশ নিচ্ছেন, তারা হলেন- মানজুর মুহাম্মদ, স. ম. শামসুল আলম, অরুণ কুমার বিশ্বাস, নজরুল ইসলাম নঈম, ইমরান পরশ, নাফে নজরুল, ইফতেখার শিবলী, তাহমিনা শিল্পী, গোলাম নবী পান্না, রুবেল হাবিব, মানিক চক্রবর্তী, আহমাদ স্বাধীন, তাহমীদ আবরার, জিয়াউল হাসান, পলি রহমান, শ্যামলী কর্মকার, আনোয়ারুল আজিম শামীম, সোহাগ পারভেজ, আকাশমনি, মো. জাহিদুল ইসলাম, শাহানারা স্বপ্না, সিরাজ উদ্দিন শিরুল, মিশকাত রাসেল, জাকির হোসেন কামাল, মোস্তাফিজুল হক, ফারজানা ইয়াসমিন, ঊষাতন চাকমা, এস এম শাহাবউদ্দিন, জেসমিন বন্যা, রুখশানা টিনা, শাকিলা পারভিন, রতন আলী, জানে আলম, দেলওয়ার বিন রশিদ, সুপদ বিশ্বাস, এম. আর. মনজু, সুপান্থ মিজান, হামিদা আনজুমান, তারানা নাজনীন, নুসরাত রীপা, সি এম শাহীন, ইউনুস আহমেদ, খায়রুননেসা রিমি, ফজলুল হক মিলন, নাদিরা খানম, সুলতানা ইসলাম ছন্দা, চন্দ্রশিলা ছন্দা, সাগর আহমেদ, নকীব মাহমুদ, রুখসানা বিলকিস, আহমদ মহিউদ্দিন শিবলী, সিরাজিয়া পারভেজ, প্রিন্স মাহমুদ, বিটন বড়–য়া, কানিজ ফাতেমা, রাশিদুল হাসান বাচ্চু, নাজিম উদ্দীন, বিপুল হালদার, তাহমিনা বেগম, মহসিন মানসুর, স্বপন আহসান, সামসাদ ফেরদৌসী, ফিরোজা সামাদ, ডরিন আহম্মেদ, তাহমিনা নিশা, সালমা সুলতানা, আর্শিনা ফেরদৌস, রাবেয়া রুবি, কিবরিয়া লিপন, নাজনীন শুভ্র, কৃষ্ণকলি মুনা, ফারজানা কবির ঈশিতা, কুসুম তাহেরা, সুলেখা আক্তার, লুৎফর চৌধুরী, সাফিয়া খন্দকার রেখা, জোবায়ের হোসাইন, নুর মোহাম্মদ সিরাজী, হুসাইন দিলাওয়ার গোলাম কুদ্দুস চঞ্চল, সোয়াইব ভূঁইয়া, রশীদ নিউটন, নাজমা আক্তার, আবুল কাশেম প্রমুখ।

জবি মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে অমৃত-জীবন, সহ-সভাপতি রাদিয়া

জবি প্রতিনিধি :

“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের রসায়ন  বিভাগের  শিক্ষার্থী অমৃত রায়কে সভাপতি ও ১৪ তম ব্যাচের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী হারুন অর রশিদ (জীবন) কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সিনিয়র উপদেষ্টা মো: নাজমুল হুদা ও মো: মোতাহের হোসেন মজুমদার এবং সদ্য সাবেক সভাপতি সাকিব হাসান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হুদা খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন পায়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি উম্মে রাহনুমা রাদিয়া, আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক বিজয়, মোঃ সৌরভ আলম, মোঃ মিজানুর রহমান আরিয়ান।যুগ্ম সাধারণ সম্পাদক আরিম আজাদ, জুনায়েদ আহমেদ জিদান, খোকন মিয়া, মোঃ ইব্রাহিম খলিল,মির্জা মোঃ মুন হৃদয়।সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান, রনি আহমেদ, শফিকুল ইসলাম, আবু বক্কর সম্পদ। দপ্তর সম্পাদক তাসনিম আদন, প্রচার সম্পাদক মানিক চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোঃ রাসেল। প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান লিমন, সহ অর্থ সম্পাদক কাজী তাসনিম প্রাপ্তি। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর হোসেন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক জামিল হোসেন নাহিম। আইন বিষয়ক সম্পাদক জুনায়েদ মাসুম, আপ্যায়ন সম্পাদক ফাহিমা আক্তার, সহ আপ্যায়ন সম্পাদক মোঃ জীবন মিয়া, কার্যনির্বাহী সদস্য পদে অবন্তি রায়, নাঈমুর রহমান, তাওহিদুর রহমান তাওহীদ, মেসবাহুল করিম, তানজিলা তন্দ্রা, সাদিয়া জান্নাত কেয়া, রূপম বাবু, শহীদ খান, মোঃ আবিদ হাসান বাধন প্রমুখ।

উল্লেখ্য ৩১ ডিসেম্বর ২০২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী প্রচার প্রচারণার জন্য জবি/প্রশা -২৪/২০০৭/১৮১ সংখ্যক স্নারকমূলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক কে আহ্বায়ক এবং  বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: মাহাদি হাসান জুয়েল কে সদস্য সচিব এবং  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য করে উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে বর্তমান মাদকবিরোধী ফোরামের সভাপতি, সহ-সভাপতি,  সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করে সদস্য (ছাত্রপ্রতিনিধি) রাখা হয়।

 

সবা:স:জু- ৬৩৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম