হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

 

কামরুল হক চৌধুরী হোমনা:
সপ্তাহের প্রতি মঙ্গলবার অর্থাৎ মাসে ৪/৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকা, অতিরিক্ত অ’র্থের বিনিময়েে শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করানো, শিক্ষার্থীদের শারীরিক শা’স্তি প্রদান, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অ’সদাচরণ এবং স্বে’চ্ছাচারিতাসহ নানা অ’নিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ নভেম্বর,২০২২ খ্রি. তারিখে উক্ত প্রধান শিক্ষক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে এভাবেই অনিয়মিতভাবে অফিস করে আসছেন, বে’পরোয়াভাবে করে যাচ্ছেন সকল অ’নিয়ম ও দু’র্নীতি।

রোববার ( ২৪ সেপ্টেম্বর,২০২৩ খ্রি.) সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার অফিসে নেই। তার বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানতে চাইলে, ‘শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ‘স্যার শুধু সপ্তাহের প্রতি মঙ্গলবার স্কুলে আসেন, সপ্তাহের অন্য দিনগুলোতে আসেন না।’

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.) তারিখে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িতে করে ( ঢাকা মেট্রো-চ, ১২-০৯০৩) বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি এভাবেই প্রতি মঙ্গলবার কুমিল্লা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিদ্যালয়ে আসেন।

কোচিং এর বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ‘ আমরা কোচিং করতে চাই না। প্রধান শিক্ষক তাজুল ইসলাম স্যার এই কোচিং ৮ম -১০ম শ্রেণির ছাত্রদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। কোচিং বাবদ প্রত্যেক ছাত্রের কাছ থেকে ১হাজার -১ হাজার ২ শ’ টাকা করে নেওয়া হচ্ছে। আর কেউ কোচিং না করলে তাকে ২ হাজার টাকা দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত টাকা দিতে আমাদের অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এছাড়া সকাল ৮ টা থেকে কোচিং শুরু করার কারণে আমরা অনেকেই সকালে নাস্তা করে স্কুলে আসতে পারি না। আমরা অত্যন্ত টায়ার্ড হয়ে যাই। কিন্তু আমরা স্যারের ভয়ে কোনোকিছু বলার সাহস পাই না।’

কোচিং এর বিষয়ে একাধিক শিক্ষক বলেন, ‘আমরা কোচিং করাতে চাইনি। হেড স্যারের নির্দেশে আমরা কোচিং করাতে বাধ্য হয়েছি।’

আপনারা বিধি মোতাবেক শিক্ষার্থীদের জিম্মি করে বাধ্যতামূলক কোচিং করাতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে শিক্ষকরা বলেন, ‘না, এটি করা যায় না। কিন্তু হেড স্যারের নির্দেশ তো আমরা অমান্য করতে পারি না।’

প্রধান শিক্ষকের আচার-আচরণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক – শিক্ষার্থী জানান, ‘স্যারের আচার-আচরণ ভালো না। তিনি শিক্ষার্থীদের অনেক সময় বেত্রাঘাত করেন এবং ছাত্র ও শিক্ষকদের সাথে রূঢ় আচরণ করেন। এছাড়া স্যারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলা যায় না।’

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এর কাছে বাধ্যতামূলক কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে তিনি তা স্বীকার করে বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত হতে না পারে সেজন্যই কোচিং এর ব্যবস্থা করেছি।’

আপনি সপ্তাহে একদিন ( প্রতি মঙ্গলবার) বিদ্যালয়ে আসেন আর বাকি দিনগুলোতে আসেন না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক উত্তর না দিয়ে বলেন, ‘ মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানগুলোতেও আমি বিদ্যালয়ে আসি।’

অভিযোগ রয়েছে আপনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে রূ’ঢ় আচরণ করেন এবং অনেক সময় শিক্ষার্থীদের মা’রধর করেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে তিনি রূ’ঢ় আচরণের কথা অস্বীকার করে বলেন, ‘মাঝে মাঝে কিছুটা মা’রধর করা লাগে।’

আপনি কোচিং করিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে মাথাপিছু ১ হাজার থেকে ১ হাজার ২ শ’ টাকা করে নিচ্ছেন সেই টাকা কি সরকারি ফাণ্ডে জমা করেন- এমন প্রশ্নের জবাবে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘যেসব শিক্ষক কোচিং করান তাদের মাঝে বিতরণ করা হয়। আর আমি তো সবার কাছ থেকে ১ হাজার টাকা নেই না, যারা অক্ষম তাদের কাছ থেকে ৫শ’ টাকাও নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘কোচিং এর টাকা হেড স্যারও নেন।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এই প্রতিবেদককে অ’বৈধ আর্থিক সুবিধা প্রদানের প্রস্তাব করে সংবাদটি পত্রিকায় প্রকাশ না করারও অনুরোধ জানান।

অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ উনি নিয়ম-নীতির বাইরে কিছুই করতে পারবেন না। এরকম কিছু হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমপি বাহারের সহযোগী ওসি ফিরোজ হোসেন বদলি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সহযোগী ও দোশর বহুল সমালোচনা ও বিতর্কের জন্ম দেওয়ার পর অবশেষে কুমিল্লার কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেনকে বদলি করা হয়েছে রংপুরে।

আজ ২৫ আগস্ট ২৪, স্বাক্ষরিত মোঃ কামরুল হাসান বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজিপি অ্যাডমিনিস্ট্রেশন এই বদলির আদেশ প্রদান করেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেনকে রংপুর রেঞ্জে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত কুমিল্লায় কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে সাংবাদিকদের পরিবার সহ সাংবাদিকদেরকে হয়রানী, হুমকি ধমকিসহ গুম খুনসহ আরও অনেক অভিযোগ বেশ বিতর্কের জন্ম দেয় ওসি ফিরোজ হোসেন।

একই সাথে সাবেক এমপি বাহারের পেটোয়া বাহিনী হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগও রয়েছে অসংখ্য। ক্ষমতার পালাবদল হলে ওসি ফিরোজ হোসেন নামে বে নামে একাধিক ব্যাক্তিদেরকে হয়রানিমূলক মামলা দিলে চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজিপি বরাবর সংক্ষুদ্ধরা অবহিত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় আজ ওসি ফিরোজ হোসেনের বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। তার বদলির খবরে কুমিল্লা সদর কোতোয়ালি বাসি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

সাবেক বিএনপির কর্মী জিড়া সুমন সহ চার সহযোগীকে নির্বিচারে ক্রসফায়ার দিয়ে হত্যা করেন ওসি ফিরোজ হোসেন তখন কান্দিরপাড় ফাঁড়ী থানার এস আই ছিলেন। অশোক তলার আব্দুর রহমান, বাগিচাগাঁও এর সাবেক কাউন্সিলর জমিরউদ্দীন খান জম্পির এলাকায় ত্রাস করতে জিড়া সুমন বাঁধা হয়ে দাঁড়ালে সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের নির্দেশনায় ওসি ফিরোজ হোসেন জিড়া সুমন সহ ৪ জনকে নির্বিচারে ক্রসফায়ার দিয়ে হত্যা করেন।

বাগিচাগাঁও, রানীর বাজার, অশোকতলা বিএনপি-র প্রায় ৩ কর্মীকে নির্বিচারে গুলি করে হত্যা সহ ৩ জনের পায়ের হাটুঁর বাটিতে গুলি করেলে সকলের মৃত্যু হলেও অশোক তলার একজন বিভিন্ন সময়ে হয়রানি মূলক মামলায় এখনো পর্যন্ত কুমিল্লা জেল হাজতে হাজতি হিসেবে রয়েছেন বলে স্থানীয়দের সূত্রে জানা যায়।

সাবেক এমপি হাজী আ ক ম হাজী বাহাউদ্দীন বাহারের ছত্র-ছায়ায় অপকর্মে লিপ্ত হয় ওসি ফিরোজ। তার চাকরি জীবনের ১৬ বছর কুমিল্লা জেলায় থেকে গড়ে তুলেছেন নামে বে-নামে অর্থ ও সম্পদ এর পাহাড়। তার বিরুদ্ধে রয়েছে ইন্ডিয়ান চোরাই গরুর ব্যবসার অভিযোগ। ঘটনার স্থলে তদন্ত করতে গিয়ে জানা যায় যে ওসি ফিরোজ হোসেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন বর্ডার সংলগ্নে মতিনগরে ওসি ফিরোজ গড়ে তুলেছেন একটি বিশাল গরুর ফার্ম। ওসি ফিরোজ হোসেনের কুমিল্লা মতিনগর, বিবির বাজার, সুয়াগাজী,নিশ্চিন্তপুরে চার”টি গরুর ফার্ম ভাড়ায় চালাতেন কিন্তু সর্বশেষ যখন কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার তাকে নিয়ে আসলেন ওসি ফিরোজ হোসেন সব গুলো ভাড়ায় চালিত ফার্ম গুলো ছেড়ে দিয়ে মতিনগরের ফার্মের মালিককে চাপ প্রয়োগ করে তার একটি জমি ক্রয় করে ওখানেই নিজস্ব এক বিশাল গরুর ফার্ম গড়ে তুলেছেন। সেই ফার্ম থেকে বর্ডার মাত্র পাঁচ মিনিটের রাস্তা। সরজমিনে অনুসন্ধান করে জানা যায় যে বর্ডার ক্রস হয়ে ওসি ফিরোজ এর ফার্মে ইন্ডিয়ান চোরাই গরু আসত। এই ফার্ম”টি পরিচালনা করেন ওসি ফিরোজ হোসেন এর চাচাতো ভাই বলে স্থানীয়রা জানান। এই বিষয় জানতে ওসি ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে ফর্ম”টি তার তবে বর্তমানে ফর্ম”টি বন্ধ কোন গরু নেই বলেও তিনি শিকার করেন। উক্ত ফার্মের প্রতিদিন ১০০ লিটারেরও বেশি দুধ কুমিল্লার নূর জাহান হোটেলে সাপ্লাই হয়। গেল কুরবানির ঈদে প্রায় ৭ কোটি টাকার চোরাই গরু বিক্রি হয়েছে ওসি ফিরোজ হোসেনের ফার্ম থেকে বলেও জানা যায় স্থানীয় সূত্রে।

ওসি ফিরোজ হোসেনকে আওয়ামিলীগ এর যারা হেল্প করেছেন তাদেরকে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা হওয়া ছাত্রদের পক্ষে মামলা হয়েছে দুইটি এতে দেখা যায় ব্যক্তি কেন্দ্রীক মামলা গুলিতে সাংবাদিক পরিবারের অনেক সদস্যদেরকে উক্ত মামলা গুলোতে জড়িয়ে দেয় ওসি ফিরোজ। যারা হামলায় নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকের নাম নেই আবার অনেকের নাম থাকলেও তালিকায় কয়েকজনের নাম এজাহারে ভুক্ত করা হয়েছে দায়সারা মামলা বলেও অনেকে মন্তব্য করছেন।

সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের মাদক সিন্ডিকেট এর দোশর ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ ওরফে চিকা সহিদ নিয়ন্ত্রণ করতেন চিকা শহিদের মাদক সাপ্লাইয়ের একান্ত সহচর ছিলেন ওসি ফিরোজ হোসেন নিজে বিভিন্ন সময়েতে বড় বড় মাদক চালানের সংবাদ দিলেও ওসি ফিরোজ হোসেন কখন কোন পদক্ষেপ গ্রহণ করতেন না।

সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ওরফে সূচিকে নির্বাচনে জিতাতে একনিষ্ঠ ভূমিকা রেখেছিনেল ওসি ফিরোজ হোসেন। উক্ত বিষয় গুলি ক্ষতিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কুমিল্লার সুশীল সমাজের সচেতন মহল।
( চলবে)…

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি