এভাবে চলতে থাকলে দেশটা ভারতের অঙ্গরাজ্য হবে”- চাষী মামুন

স্টাফ রিপোর্টার:

মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাকে মুছে ফেলে সরকার এখন নব্য স্বৈরাচারী চেতনায় দেশ চালাচ্ছে। আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যে একথা স্পষ্ট যে, সরকার বাংলাদেশ পুরোপুরিভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে এবং এটা বস্তুতই স্বৈরতন্ত্র! স্বাধীনতার পর থেকে এদেশ কখনেই সেই অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনি। জনগণ বারবার গণতন্ত্রের পথে লড়ােই করলেও ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো বারবারই গণতন্ত্রের পথে হোঁচট দিয়েছে। আর সাম্প্রতিক সময়ে গত দেড় যুগে গণতন্ত্র, নির্বাচন, সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার কেড়ে নিয়েছে আওয়ামিলীগ। আওয়ামিলীগ কেড়ে নিয়েছে ভোটের অধিকার, ন্যায় বিচার, মানবাধিকার। একতরফা সেই বাকশালী ধারায় দেশটা আজ সত্যিই জাহান্নাম হয়ে গেছে। এভাবে ন্যায়হীন, ভোটহীন, মানবাধিকারহীন, সম্মানহীনভাবে রাষ্ট্র চলতে থাকলে দেশটা একসময় ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে।” আজ ১২ই অক্টোবর জাতীয় প্রেসক্লাব সম্মুখে ন্যাপ ভাসানী আয়োজিত দলীয় সরকারে অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিবাদে এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন যুক্ত ফোরামের প্রধান সমন্বয়কারী গণ সংগঠক ও রাষ্ট্রচিন্তক চাষী মামুন।

তিনি আরও বলেন- পিন্ডির কোল থেকে ৩০ লাখ শহীদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়ে আজ দিল্লীর অন্তর্বাসে আটকে আছি। আমাদের দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক লালসা পূরণ করতে দিল্লীর কাছে দেশটা বিক্রি করছে হরহামেশাই। রাশ্ট্র বলতে এখণ বাংলাদেশের জনগণ মনে করে আওয়ামিলীগকেই। তারা যাকে চায় রাষ্ট্রের অধিকার দেবে, আর যে তার বিপরীতে তাকে খুন করবে, গুম করবে কিংবা জেলে পুরবে। এই তো বর্তমান সরকারের নীতি। এখানে কে নিরাপদ? আওয়ামীলীগের অন্ধ দাস না হলে পুলিশ, সাংবাদিক, ছাত্র-শ্রমিক-পেশাজীবি, অন্ধ-বোবা-কালা কেউ-ই এই সরকারের কাছে নিরাপদ নয়।

চাষী মামুন বলেন, একদলীয় শাসন-শোষনে সাধারন মানুষ আজ বাকরুদ্ধ হয়ে গেছে। একদিকে ঘরে খাবার সংকট, শিক্ষা-চিকিৎসার সংকট, নিরাপত্তার সংকট, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি, দখল, লুট, সিন্ডিকেট এসব মিলে মানুষ আজ দিশেহারা। জনগণকে রাজনীতির নামে, উন্নয়নের নামে নিষ্পেষন করছে সরকার। অন্যদিকে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারনে লক্ষ লক্ষ মানুষ বিনা বিচারে বছরের পর বছর জেল খাঁটছে। এদের পরিবার আজ নি:স্ব হয়ে গেছে। অবুঝ শিশু তার পিতাকে দেখছে না, পিতার আদর পাচ্ছে না বছরের পর বছর! এটা কোন সভ্য, গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে?

তিনি আরও বলেন, দেশে এখন যে সংকট চলছে তার জন্য দায়ী বর্তমান সরকার এবং অতীতের বিএনপি সহ অন্য সরকারগুলো। এই সরকারগুলো তাদের নিজ দলীয় স্বার্থ ছাড়া কখনই জনগণের স্বার্থ নিয়ে ভাবেনি। একসময় ফুটপাতে চাঁদা তুলতো বিএনপি আর; এখন তোলে আওয়ামিলীগ! এই তো মূলত পরিবর্তন! এছাড়া এই সরকারগুলো রাষ্ট্রকে আর কি দিতে পেরেছে? অন্যদিকে রাজনীতির নামে সমাজের সর্বত্র চরম ঘৃণা আর বিভাজনের দেয়াল তৈরী করা হয়েছে। যার ফলে সমাজ আজ চরম বিভাজিত ও বৈষম্যপূর্ণ। এর থেকে মুক্তির জন্য, রাষ্ট্র মেরামতের জন্য, নিরপেক্ষভাবে সকল নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই জাতীয় সরকার গঠন করতে হবে। এর কোন বিকল্প নেই।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এমএ ভাসানীর সভাপতিত্বে এবং কৃষক সমিতির আহবায়ক চাষী মো. মাসুমবিল্লাহ সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন জাতীয় তরুণ সঘের সভাপতি ফজলুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুক হক, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও জনতার জোটের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরীফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক মো: মোস্তফা আল-ইজাজ প্রমূখ।

জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

মোঃ মুরাদ হোসেন আকাশ আহবায়ক এবং দেলোয়ার হোসেন দীপ সদস্য সচিব হিসেবে ঘোষণা করেছেন জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় কমিটি, কমিটি যুগ্ম আহবায়ক  হিসেবে রয়েছেন

পারভেজ খান, আলী ইমাম আশিক, জাহাঙ্গীর ভুঁইয়া,হোসাইন আহমেদ সোহেল, শামীম আশরাফি,
রাসেল ইপ্তি, শেখ ফরহাদ সদস্য হিসেবে রয়েছেন-ইয়াছিন আরাফাত, মোঃ শাখয়াত হোসেন সম্রাট, আহম্মেদ শাকিল মোঃ সুমন হোসেন, সিহাব আহাম্মেদ তানভীর, খোশনূর আলম তাহসান, ফজলে রাব্বী,, রিজভী সাদেক হিমেল, মুজাহিদুল ইসলাম দুর্জয়, ইউছুপ হাসান হিমেল, গোলাম সরোয়ার, আল হাবিব, আহবায়ক-সদস্য সচিব স্বাক্ষরে সকল ইউনিটের কমিটি ঘোষনা করা এবং ৩০ দিনের মধ্যে পুর্নাঙ্গ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের