মেঘনায় নৌ-পুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির দ্বিতীয় দিনের বিশেষ অভিযান চালানো হয়েছে মেঘনা নদীতে। জব্দ করা হয়েছে প্রায় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।

শুক্রবার (১৩ অক্টোবর, ২০২৩) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই ফকরুল ইসলাম’ সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের উত্তর পাশে মেঘনা নদীতে কয়েকজন জেলে নিষিদ্ধ কারেন্ট জাল নদীতে পাততে দেখা যায়। পথিমধ্যে নৌ-পুলিশের নজরে আসলে তারা পুলিশ দেখে নদীতে জাল পেতে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের হিসাবে জব্দ করা হয় আনুমানিক বিশ হাজার টাকার কারেন্ট জাল। অন্যদিকে আশেপাশের জেলেরাও নৌ-পুলিশের উপস্থিতি দেখে আগে থেকেই পালিয়ে যায়। পরে জব্দকৃত জাল রামপুর বাজারের ঘাটে নিয়ে এসে পুড়ে ফেলা হয়।

জানা যায়, এই চৌকস পুলিশ অফিসার মো. ছাইফুল ইসলাম এ ফাঁড়িতে যোগদানের পর থেকে বিগত দুই মাসের মধ্যে নদী পথের চাঁদাবাজি, অবৈধ ঝোপ সহ বিভিন্ন অনিয়ম বন্ধ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে চালিভাঙ্গ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম দৈনিক সবুজ বাংলাদেশ’কে বলেন, ‘কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। আমাদের দেখে তারা তড়িঘড়ি করে পালিয়ে যায়। তবে কারেন্ট জাল ও নদীতে বিভিন্ন অনিয়মের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের একটি টিম ভিন্ন ভিন্ন সময় নদীতে দায়িত্ব পালনে অব্যাহত থাকবে।

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

কুমিল্লা প্রতিনিধি:

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।

তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি