হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

হাটহাজারী ( চট্টগ্রাম )প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন পরিষদে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডেস্কটপ কম্পিউটার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপি। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো৷ শাহিদুল আলম।

ইউপি সদস্য শফিউল আজমের সঞ্চলনায় বক্তব্য রাখেন ধলই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুণ, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক প্রমুখ।

অনুষ্ঠান শেষে এলাকার ২১ জন দু:স্থ মহিলাকে একটি করে সেলাই মেশিন এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে একটি করে কম্পিউটার বিতরণ করা হয়।

৪ মাস পর বিএনপির সদস্যপদ ফিরে পেলেন আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার: 

প্রায় চার মাস পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) স্থগিতাদেশ প্রত্যাহার ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আবু সুফিয়ান বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ। কোনো অপশক্তিই এই ঐক্য বিনষ্ট করতে পারবে না। দেশের জনগণ এখন বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন লিপু বলেন, আবু সুফিয়ানের এই স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে চলতি বছরের ১ সেপ্টেম্বর আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছিল।

 

সবা:স:জু- ৫০১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের