হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক॥

ম্যাচের আগের দিন স্কটল্যান্ডের কোচ জানিয়ে দিলেন বাংলাদেশকে তারা পাপুয়া নিউগিনি আর ওমানের কাতারেই ভাবেন। যদিও বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ মুখে সেই কথার জবাব দিলেন না। হয়তো মাঠেই বুঝাতে চেয়েছিলেন স্কটিশদের। কিন্তু না। বল হাতে দারুণ শুরুর পর খেই হারালো দল। ৫৩ রানে ছয় উইকেট পতনের পরও ১৪০ রানের লড়াকু পুজি পায় স্কটল্যান্ড। পরে টাইগাররা দেখায় অপরিণত ব্যাটিং। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।
রোববার মাসকাটে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হার দেখে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের ইনিংস থামে ১৩৪/৭-এ।
এর আগে বল হাতে শুরুর দাপট ধরে রাখতে ব্যর্থ টাইগাররা। ১৪০/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্কটল্যান্ড। দলীয় ৫৩ রানে স্কটল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন হয়। তবে পরে ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে স্কটল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন ৭ নম্বর ব্যাটার ক্রিস গ্রিভস। শেষ ৬ ওভারে ৬৩ রান জমা পড়ে স্কটল্যান্ডের স্কোর বোর্ডে। বাংলাদেশের বল হাতে চার ওভারের স্পেলে মাত্র ১৯ রানে তিন উইকেট নেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১৭ রানে দুই উইকেট নেন বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান নেন ৩২ রানে দুই উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত প্রথম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়র্কার ডেলিভারি ঠেকাতে পারেননি স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার (৭ বলে ০)। পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৩৯ রান করে স্কটিশরা। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এসেই জোড়া শিকার তার। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন ম্যাথু ক্রস (১৭ বলে ১১ রান)। ভয়ঙ্কর হয়ে ওঠা জর্জ মুনসে ফেরেন বোল্ড হয়ে (২৩ বলে ২৯ রান)। উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসানও। সাকিবের বলে আফিফ হোসেনের দারুণ ক্যাচে পরিণত হন রিচি বেরিংটন (৫ বলে ২ রান)। পরের ওভারে ব্যক্তিগত তৃতীয় উইকেটের দেখা পান মেহেদি। কলাম ম্যাকলিওড ফেরেন বোল্ড হয়ে (১৪ বলে ৫ রান)
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৫৫ রান।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ॥
আট ক্যাটাগরিতে ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাউথ এশিয়ান স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পেয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসীন আহমেদ হৃদয় এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন তৃণমূল হকি সংগঠক ওস্তাদ ফজলু ও কলসিন্দুর সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ মালা রানী সরকার। প্রথমবারের মতো পুরস্কারের তালিকায় ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়। সে পুরস্কারটির জন্য পুরস্কার পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান।

এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাওয়া দুটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়