নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা ৫ আসনের প্রার্থীকে জরিমানা

মারুফ হোসেন:

কুমিল্লা ৫ (বুড়িচং- বিপাড়া) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এর পক্ষ্যে নৌকার শ্লোগান দিয়ে প্রচারণা চালিয়ে মতবিনিময় সভা করায় জরিমানা গুনতে হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর মাদ্রাসায় আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার স্লোগান ও মতবিনিময় সভা করায় নির্বাচনী আইনবিধি লংঘনে এড. আবুল হাসেম খান এমপির উপস্থিতিতে ৫০০০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

শনিবর (৯ ডিসেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বুড়িচংয়ের গোসাইপুরে নৌকার পক্ষ্যে স্লোগান ও মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলা নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১২ লঙ্ঘনের দায়ে বিধি ১৮ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।এবং তিনি আরও বলেন ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে তা আচরণ বিধিমালা লঙ্ঘন হয়।এ অভিযোগে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।

কুমিল্লা বরুড়া পৌরসভার ৭০ কোটি ৮৭ লক্ষ টাকার বাজেট ঘোষণা

কুমিল্লা বরুড়া পৌরসভার ৭০ কোটি ৮৭ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৭০ কোটি ৮৭ লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব নু-এমং মারমা মং।

আজ (৩০ জুন) সোমবার বেলা ১১টার দিকে বরুড়া পৌরসভায় প্রশাসকের কার্যালয়ে এ বাজেট ঘোষনা করা হয়।

ওই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিদুর রহমান, উপজেলা ইন্জিনিয়ার মোঃ জাহিদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্ককর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, পৌর নির্বাহী মোঃ মহসিন, পৌর হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম