প্রচারনার সময় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা

 

আলী রেজা রাজু,ঢাকা:
যশোরের বেনাপোলে নির্বাচনী প্রচরণায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে বন্দরের শ্রমিক ও স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটনের কর্মি ও সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় বন্দরের ২নং গেট এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

এসময় সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৮-১০ জন আহত হয়েছেন। পরে, পুলিশ এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়।

আর এ ঘটনায় নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের তিন সদস্য সভাপতি রাজু আহম্মেদ, আব্দুর রশিদ ও রিয়াজুল ইসলামকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আাদালত।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটন সকালে দলীয় নেতা-কর্মিদের নিয়ে বন্দরের ২নং গেট এলাকায় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইতে গেলে বন্দর শ্রমিকদের সাথে কথা-কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শাহাবুদ্দিন মন্টু, আজিবর রহমান ও বিপ্লবসহ ৮-১০ জন আহত হয়।

পরে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় শ্রমিক সদস্য রশিদ ও রিয়াজুল আহত হয়েছেন।

শার্শা উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের ভ্রাম্যমান আদালত এসময় অভিযুক্তদের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাঃ সম্পাদক অহিদুজ্জামান বলেন, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শ্রমিকদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করে।

স্বতন্ত্রপ্রার্থী বেনাপোল পৌরসভার সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, সকালে ওই এলাকায় নির্বাচনী প্রচরনায় গেলে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমান আাদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

যশোরের সিনিয়র এএসপি বেলাল হুসাইন বলেন, নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। আর এধরণের ঘটনা যেন পূণরায় না ঘটে, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

মাগুরায় তিন কিলোমিটার রাস্তায় কাদা ও জলাবদ্ধতা

মাগুরায় তিন কিলোমিটার রাস্তায় কাদা ও জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের জোড়া ব্রিজ থেকে ইছাপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করছে।

রোববার (১০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও কাদার স্তূপে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করলেও ঝুঁকি নিতে হচ্ছে ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকদের। ফলে দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রশিদ বলেন, শুকনো মৌসুমেও এই রাস্তায় স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না। যানবাহনের গতি ব্যাহত হওয়ায় অনেক সময় বিকল্প পথে যেতে হয়, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

কৃষক আকমল হোসেন বলেন, ফসল বাজারে নিতে দ্বিগুণ ভাড়া দিতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না।

ভ্যানচালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা আর কাদার কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। চালালে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়। রাস্তাটা ইটের সলিং করলেও দুর্ভোগ থেকে মুক্তি পেতাম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। দ্রুত রাস্তাটি পাকা করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) শ্রীপুর উপজেলা অফিসের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী