বিশ্বনাথে ৩৪ রোগীর চিকিৎসা সহায়তায় ১৭ লাখ টাকার চেক বিতরণ

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে ৩৪ জন জটিল রোগীর চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকা করে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২রা এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই চেক বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত জটিল রোগীদের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরের এককালীন ৫০ হাজার টাকা ৩৪ জনকে ও জামেয়া মাদানিয়া এতিমখানায় ৪ লাখ ৮ হাজার ও দারুল-হিকমা এতিম খানায় ১ লাখ ৮০ হাজার টাকা এবং রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে ১ লাখ ৩৬ হাজার ৬শত ৫৭ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. নুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ রোগী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মধু মিয়া।
এসময় বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি কর্মকর্তা শামীম আহমদ, তাওহিদ, রতন চন্দ্র রায়, মাসুদ রানা, উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশনের সদস্য আরকুম আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে পাহাড়ে জঙ্গি আটক ১৩

মৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কুলাউড়া থানার কর্মধা ইউনিয়নের পূর্ব টাকটিউলি এলাকায় দুর্গম পাহাড়ে বানানো বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৩ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ও সোয়াট টিম।

শুক্রবার রাত থেকে চলা এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি বলেন, দুর্গম পাহাড়ে সিটিটিসি ও সোয়াট পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযান এখনো চলমান রয়েছে।

জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে ওই স্থানে আস্তানা বানিয়েছেন জঙ্গিরা। এর অর্থায়ন করেছেন একজন প্রবাসী।

এ ব্যাপারে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান  বলেন, অভিযানে মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ।

জমি নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ এই বাড়ির লোকদের ফাঁসিয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সঠিক নয়। বাড়িটি থেকে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের