তিস্তায় নৌকা ডুবির ঘটনায় ৩ দিন পর আরওএক শিশুর মরদেহ উদ্ধার, নিখোজ ৫

 

মোহাইমিনুল ইসলামঃ

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় নি‌খোঁ‌জের তিন‌দিন পর কুলসুম খাতুন না‌মে আড়াই বছরের এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২২ জুন) সকা‌লে উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নের জিগাবা‌ড়ির চর এলাকায় তিস্তা নদী‌তে শিশু‌টির মর‌দেহ ভাস‌তে‌ দে‌খে স্বজনেরা। প‌রে তা‌কে উদ্ধার ক‌রা হয়। শিশু কুলসুম সাতালস্কর গ্রামের কয়জর আলীর মে‌য়ে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘটনাস্থল থে‌কে প্রায় তিন কি‌লো‌মিটার দ‌ক্ষিণ পূর্ব দি‌কে তিস্তা নদীর কোলায় বালু‌তে আট‌কে ছিল শিশু‌টি। দুই হাত পানির ওপ‌রে ভাস‌তে দেখে স্বজন ও স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে নি‌য়ে আসে।

তি‌নি‌ আরও জানান, নৌকাডু‌বির ঘটনায় এখনও পাঁচজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। তারা হ‌লেন, পশ্চিম বজরার আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপা‌লি বেগম (২৫), তাদের কন্যা সন্তান আইরিন (৯), ভা‌গ্নি হিরা ম‌নি (৯) ও আজিজু‌র রহমানের ছে‌লে শা‌মিম হো‌সেন (৫)।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, বুধবার (১৯ জুন) সন্ধ্যায় প‌শ্চিম বজরা এলাকার ২৬ জন যাত্রী নি‌য়ে আত্মীয়ের বা‌ড়ি‌তে দাওয়াত ‌খে‌তে যাওয়ার সময় নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে। এ সময় ১৯ জন নদী সাঁত‌রে তী‌রে উঠ‌তে পার‌লেও সাতজন নি‌খোঁজ হয়। প‌রে তল্লা‌শি চা‌লি‌য়ে এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হয়। এদিন আরও এক শিশু‌র মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বা‌কি‌দের উদ্ধারে ফায়ার সা‌র্ভি‌সের পাশা‌পা‌শি আমা‌দের লোকজনও কাজ কর‌ছে।

গোপালগঞ্জ জেলার সদর থানা বিএনপির বর্তমান সভাপতি সিকদার শহিদুর ইসলাম লেনিন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ

হাসান আলী॥
গোপালগঞ্জ জেলার সদর থানা বিএনপির বর্তমান সভাপতি সিকদার শহিদুর ইসলাম লেনিন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ সদর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। সদর থানা বিএনপির নির্যাতিত এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের অভিযোগ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের পলায়ন করার পর ও গোপালগঞ্জ সদর এখনো আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের নির্যাতন অব্যাহত রেখেছেন। বিগত নির্বাচন গুলোতে বিশেষ করে উপজেলা, পৌর,এবং জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের জাতীয় নেতা শেখ ফজলুল করিম সেলিমের নির্বাচন পরিচালনা করেন। জাতীয় নির্বাচনের প্রচারণায় সিকদার লেনিন আওয়ামী লীগের বিভিন্ন সভা ও সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ সংক্রান্ত তথ্য প্রমান এ প্রতিবেদকের কাছে জমা রয়েছে। কেন্দ্র ঘোষিত বিএনপির যে সকল কর্মসূচি ঘোষিত হতো সাংগঠনিক বৃত্তি মজবুত হবে এরকম কর্মসূচি পালন না করে তিনি তার অনুগত লোকজনকে দিয়ে দায় সারা কর্মসূচি করে আওয়ামী এজেন্ডরা বাস্তবায়ন করেছেন,যাতে গোপালগঞ্জের বিএনপি সাংগঠনিকভাবে মজবুত না হয়। যাতে সাপ ও না মরে লাঠিও না ভাঙ্গে। এর কারণ হিসেবে অনুসন্ধান করে জানা যায় তার সাথে সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি শেখ সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এ পি এস হাফিজুর রহমান লিপুর সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। যার ধরুন তিনি প্রশাসনকে ম্যানেজ করে তার অনুসারী এবং আওয়ামী দোসরদের নিয়ে দায়সারা ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতেন।

যার ফলস্বরূপ গোপালগঞ্জ সদর থানা বিএনপি সাংগঠনিকভাবে এখন প্রায় বঙ্গুর অবস্থায়। সেই শিকদার লেনিন এখন বিএনপির ত্যাগী নেতা বনে গেছেন। লোকমুখে শোনা যায় গত সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে বিএনপির কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং তার পরিবার নিয়ে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে যখন রওনা হন প্রতিমধ্যে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ তার পরিবার এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার এর ওপর যে হামলা এবং হত্যাকান্ড সংঘটিত হয় তার পিছনেও এই শিকদার লেনিন এর ইন্দন ও উস্কানি রয়েছে। গোপালগঞ্জে বিএনপি’ সাংগঠনিক শক্তিশালী হোক তা তিনি তা চান না। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে দিদার হত্যা মামলায় বিভিন্ন নিরীহ মানুষকে মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়েয়ে বিভিন্ন জনের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। গোপালগঞ্জ সদর থানা বিএনপির নির্যাতিত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনে করে এমন সুবিধাবাদী নেতৃত্ব দিয়ে যাই হোক গোপালগঞ্জ বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি