উপজেলা নির্বাহী সহকারীর ভেলকিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: নেহারা বেগম, স্বামী মৃত সুবেদার আব্দুল আওয়াল বীরপ্রতীক। গ্রাম মান্দাপুর, পোঃ জমেশ্বরপুর,কসবা, ব্রাহ্মণবাড়িয়া। তার স্বামী মারা যাবার পর হতে বিগত ১০ বছর যাবৎ মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছেন তিনি। কিন্তু গত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে সোনালী ব্যাংক কসবা শাখা, হিসাব নম্বর ৫১৩৫৬ থেকে উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে তার হিসাব নম্বর স্থগিত আছে বলে জানান।

এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চাইতে গেলে উপজেলা নির্বাহী অফিস সহকারি আবুল হোসেন তাকে নিবার্হী অফিসারের সাথে দেখা করতে দেয়নি বলে তিনি অভিযোগ করেন।

নেহেরা বেগম বলেন, অফিস সহকারি আবুল হোসেন আমাকে তার কক্ষে ডেকে নিয়ে তারপর আমার সন্তানদের নাম ও ঠিকানা জিজ্ঞেস করে এবং একটি আবেদন তার হাতে লেখা আবেদন দিয়ে এটা কম্পিউটারে টাইপ করে নিবার্হী অফিসারের কাছে দিলে আমার মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পুনরায় চালু করা হবে । উপজেলা নির্বাহী অফিসের সহকারী আবুল হোসেন আমি একজন নিরক্ষর বলে তাই এই সুযোগ নিয়ে আমার হাতের টিপসহি নিয়ে আমার মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেন। আমি লেখাপড়া জানিনা বলে আমাকে ভুল বুঝে আমার মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, আমার পাঁচটি ছেলে রয়েছে।তারা আমার নামের ভাতা অসৎ উদ্দেশ্যে নেয়ার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করেন যার কারণে আমি আমার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করতে পারছিনা।আমি সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধা ভাতার উপর নির্ভরশীল । বর্তমানে ভাতার টাকা উত্তোলন করতে না পেরে আমি মানবেতর জীবনযাপন করতেছি।প্রয়োজনে সঠিক তদন্তের মাধ্যমে আমার মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পুনরায় চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

গণধর্ষণের শিকার ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

বাবার কবর জিয়ারত করে ফেরার পথে জুলাই আন্দোলনের এক শহিদের কলেজছাত্রী মেয়ের (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই কলেজছাত্রীর গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে গত ১৮ মার্চ গণধর্ষণের শিকার হয়েছিল।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার শেখেরটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর মা জানিয়েছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে তার স্বামী গুলিবিদ্ধ হন। ১০ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তার শহিদ স্বামীকে দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় তার মেয়ে। ধর্ষণের সময় তার নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলে। এরপর ২০ মার্চ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়। মামলার এজাহারে উপজেলার একটি ইউনিয়নের দুইজনের নাম উল্লেখ করা হয়। মামলা হওয়ার দিন রাতে এজাহারভুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে ২১ মার্চ অন্য আসামিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।

আদাবর থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র ধর জানান, শেখেরটেকের একটি বাসা থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। পুলিশ পুরো ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি