ডিজি+ডিসিওর দুর্নীতি সমবায় অধিদপ্তর….

স্টাফ রিপোর্টার:

আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট বাউনিয়া প্রজাকল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ রেজিঃ নং-৩৮১/২০০১ইং এর ভূমি সদস্য+ফরমে সদস্য, উক্ত সমিতি ২০০১ ইং সনে দপ্তর থেকে রেজিঃ পাই সাবেক সভাপতি কবির ও কবিরের স্ত্রী ফাতেমা বেগম গং পুরো সমিতিটাকে একটি প্রতারনার আয়নাঘরে পরিনত করে, সাধারন খেটে খাওয়া মানুষদেরকে যা প্রায় ৬০০ থেকে ৭০০ মত ভূমি সদস্য, তারা এতটাই চতুর প্রকৃতির মানুষ সমিতির ফরমে ভূমি সদস্য বানিয়ে মাসিক চাঁদা আদায়, ভূমি উন্নয়ন ফি এবং কোন কোন সদস্যের চাপ বেশি হলে তাদেরকে জমি রেজিষ্ট্রেশন প্রদান করে ভূমি বুঝিয়ে দেয়া যা শুভঙ্করের ফাঁকি, ইতিপূর্বে ২৫ (পঁচিশ) থেকে ৩০ (কোটি) টাকা ফাতেমা বেগম গং রা আত্মসাৎ করে যার জন্য একাধিক জিডি করেছে ভুক্তভোগী সাধারন ভূমি সদস্যগন, এবং এই সকল সদস্যদেরকে এ জি এম করে সমিতির সাধানর সদস্য অন্তর্ভুক্তি করেনি তারা ও সমবায়ের কর্মকর্তাদের যোগসাজশে,আমি বহুবার এই প্রতারনার প্রতিবাদ করেছি এবং সংবাদ সম্মেলন করেছি,অধিদপ্তরে বহু বার গিয়েছি। বর্তমানে ছাত্র ও জনতার সরকার, ন্যায় প্রতিষ্ঠার শপথ নিয়ে তারা আজ ক্ষমতায় এসেছেন, গত ১০/০৬/২০২৪ইং অরিখে সমিতিকে অবসায়নে ন্যাস্তো করা হয়,অতঃপর গত ১১/০৮/২০২৪ ইং অবসায়ন প্রত্যাহার করা হয় কার স্বার্থে ?আমাদেরকে আস্বস্থ করা হয় আলোচনার ভিত্তিতে সকলকে সাদারন সদস্যে অন্তর্ভুক্ত করা হবে,অবসায়ন প্রত্যাহার নথিতে আরো উল্লেখযোগ্য একাধিক পক্ষ বিদ্যমান রয়েছে সেখানে এক পক্ষের (দুর্নীতিগ্রস্থ পক্ষ) আবেদনের পরিপ্রেক্ষিতে অবসায়ন প্রত্যাহার করা হয় যা সহজেই অনুধাবন যোগ্য দুর্নীতির সহায়ক কারা ? এরপরও
এডহক কমিটি গঠিত হয়েছে গত ০৩/০৯/২০২৪ ইং তারিখে অবসায়ন প্রত্যাহার করে। কার নির্দেশে কাদের স্বার্থে এই শত শত ভূমি সদস্যেদের কে পাশ কাটিয়ে এই প্রহসন করা হচ্ছে, এটা চরম অন্যায় ১টি দুর্নীতিগ্রস্ত পক্ষকে আবারো দুর্নীতি করতে সহায়তা প্রদানকারী কে বা কারা ? এই এডহক কমিটি বাতিল করতে হবে। অন্যথায় শত শত ভূমি সদস্য ও তাদের পরিবার সমাবেশ, মানব বন্ধন ও সর্বপরি প্রধান উপদেষ্টা বরাবর জানাতে বাধ্য হব, সমবায় দপ্তরে এনেহ দুর্নীতি প্রশ্রয় দেওয়া বর্তমান সময়ে কাম্য নয়,ফাতেমা বেগম গং দের অনেক দুর্নীতির প্রমান,একাধিক জিডির কপি, দলিল রেজিঃ কপি সহ সকল অপকর্মের দালিলিক প্রমানাধি আমাদের কাছে বিদ্যমান।
বিগত ১৬ বছরের দুর্নীতির ফিরিস্তি লেখা দূরহো বিষয়: সকল দুর্নীতির প্রমানাদি আমাদের কাছে বিদ্যমান, জাতির এই নতুন সূচনালগ্নে সমবায় দপ্তরের বর্তমান ডি.সি.ও এবং ডিজির যোগসাজকে এই ফাতেমা বেগম গং দেরকে পুনরায় দুর্নীতি করার সহয়তায় মক্ত যা সাধারন জনগন মেনে নিবে না বিধায় অতি শীঘ্রই এডহক কমিটি বাতিল করতে হবে।

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি টাকা নিয়ে পালিয়েছেন নাকি অপহরণের শিকার হয়েছেন, তা নিয়ে পুলিশ ও সহকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে। নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গত রোববার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে তার সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১২টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন ছিল।

সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনের রাস্তার পাশের একটি বাগানে রুবেলের মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করলেও তার কোনো খোঁজ মেলেনি। ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলেরই। কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের