বাংলাদেশ মাদারীপুরে মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার॥

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে আশরাফ উদ্দিন মাল (৬০) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ উদ্দিন মাল একই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে। অভিযুক্ত স্বপন মোল্লা ওই এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় গুয়াতলা এলাকার ‘তারা জামে মসজিদ’-এ মাগরিবের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মুদি দোকানি আশরাফ উদ্দিন মাল। আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী স্বপন মোল্লা লাঠিসোঁটা নিয়ে আশরাফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশরাফকে পিটিয়ে গুরুতর আহত করে স্বপন।

মুদি দোকানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বপন মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আশরাফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে শিবচর থানা পুলিশ।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন মালের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী স্বপন মোল্লার। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে আশরাফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বপন মোল্লা। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানা গেছে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সবা:স:সু-৮২/২৪

সার্বিয়ায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

সার্বিয়ায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে চার শিশু। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে শিশুদের বাবা-মা। খবর এপির।

রাজধানী বেলগ্রেডের কাছাকাছি এক এলাকায় রোববার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে হয় এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ভবনটির একটি ভেতর থেকে আগুন ও ধোঁয়া দেখা যায়। আকস্মিক আগুন লেগে যায় ভবনটির একটি ফ্ল্যাটে।

তারপরই দ্রুত অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় ভেতরে ছিল নিহত শিশুসহ তার বাবা-মা। একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় চার শিশুর মরদেহ। তার পাশে আরেকটি রুম থেকে বের করা হয় গুরুতরভাবে দগ্ধ পিতা-মাতাকে। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে তাদের। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রঃ যমুনা টিভি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি