1. md.zihadrana@gmail.com : admin :
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালীতে ভয়ংকর ডাকাতি: ৩৯ লাখ টাকা লুট: বৃদ্ধা অপহরণ! - দৈনিক সবুজ বাংলাদেশ

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:৫২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা এমপির স্বজন পরিচয় দেয়া ড্রাইভারের কব্জায় রিকশাচালকের জমি জামিনে মুক্তি পেলেন প্রক্টর দ্বীন ইসলাম প্রতারক সালমান মুন্সি (তুহিন) আগের বৌকে ডিভোর্স না দিয়ে অন্যের বৌ নিয়ে ঘর সংসার সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি.আগষ্টিন পিউরিফিকেশন ডেমরায় ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছেন টিআই মৃদুল পাল বরিশালের জিএস ল্যাবরেটারীজ আয়ুর্বেদিক এর কথিত চেয়ারম্যান, এমডি ও পরিচালকদের বিরুদ্ধে এলএমএল পদ্ধতিতে ঔষধের উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি সংগঠিত রফিকুল ইসলাম সিয়াম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত ডিপিডিসি’র উপসচিব আসাদুজ্জামানের সম্পদ দেশ-বিদেশে: আছে অর্থ পাচারের তেলেসমতি
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালীতে ভয়ংকর ডাকাতি: ৩৯ লাখ টাকা লুট: বৃদ্ধা অপহরণ!

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালীতে ভয়ংকর ডাকাতি: ৩৯ লাখ টাকা লুট: বৃদ্ধা অপহরণ!

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী মধ্য পাড়ায় ভয়ংকর ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল একটি মাইক্রোবাস যোগে এসে বাড়ীডে ঢুকে মালামাল, নগদ টাকা লুটপাটসহ এক বৃদ্ধাকে অপহরণ করে নিয়েগেছে।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশী তদন্ত চলছে।

লিখিত অভিযোগ থেকে জানাগেছে, গতকাল ২৬ মে ২০২৩ দুপুরে সবাই জুম্মার নামাজ পড়তেগেলে নিজনান্দুয়ালী মধ্যপাড়া গ্রামের গোলাম রসুলের বাড়ীতে একদল ডাকাত হানা দেয়।
তারা অস্ত্রের মুখে বাড়ীর নারী ও শিশুদের জিম্মি করে আলমারী থেকে নগদ ৩৯ লক্ষ ৭৬২ টাকা,লুট করে নেয়। বাধা দিতে গেলে চারজন নারীকে মেরে আহত করে। একজনের হাত ভেংগে দেয়।

ডাকাতি করে যাওয়ার সময় তার ৯৫ বছরের বৃদ্ধা জরিনা বেগমকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বাড়ীর মালিক গোলাম রসুল জানান,ডাকাতদল তার পুর্ব পরিচিত এবং আত্মীয় লাগে।
তাদের বাড়ী পার্শ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারী থানায়। তাদের সাথে দীর্ঘদিন ধরে জমা জমি নিয়ে মামলা চলে আসছে।
গত একদিন আগে তিনি সোনালী ব্যাংক মাগুরা শাখা থেকে নগদ ৩৯ লক্ষ ৭৬২ টাকা তুলে এনে বাড়ীতে রেখেছিলেন।
এখবর পেয়েই ডাকাতদল প্রকাশ্য দিন দুপুরে এই ডাকাতি সংঘটিত করে।

তারা সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস যোগে আসে যার নং চট্ট মেট্টো ১১-৫৫৫০। ডাকাতদল বাড়ীর মধ্য অনধিকার প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে। তারা সংখ্যায় ছিলো ৭ জন। তাদের মধ্যে মাহমুদ হোসেন জুয়েল,মো জাকির হোসেন,মো নান্নু বিশ্বাস,মেহেদী বিশ্বাস সর্ব সাং আছারকোটা,থানা বোয়ালমারি,জেলা ফরিদপুরকে তারা চিনতে পেরেছেন। বাকীরা অচেনা।
এ বিষয়ে মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অপহরণকৃত বৃদ্ধা জরিনা বেগম ও ডাকতি হওয়া ৩৯ লক্ষ ৭৬২ টাকা এখনো উদ্ধার হয়নি।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »