১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:৪৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
দীর্ঘ সাড়ে চার মাস পর হাইকোর্ট আগাম জামিন আবেদন শুনানি শুরু হয়েছে। প্রথম দিন এক হাজার ৩০০ জামিন আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। রোববার বিকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে। এসব আবেদন পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।
গত ১৭ই আগস্ট আগাম জামিন শুনানির সুযোগ উন্মুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী ২২শে আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ সমূহে আগাম জামিন শুনানি নেয়া হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন। করোনা সংক্রামণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধের কারণে গত ৫ই এপ্রিল থেকে আগাম জামিন শুনানি বন্ধ ছিল।
Leave a Reply