1. md.zihadrana@gmail.com : admin :
চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় মাদক ব্যবসা চলছেই - দৈনিক সবুজ বাংলাদেশ

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:৪৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
মেয়র বলে কথা: একাধিক পত্রিকায় পৌরসভার দুর্নীতি ও ভূমিদুস্যতার সংবাদ প্রকাশিত হলেও নিরব প্রশাসন বাংলাদেশে উদ্বোধন হলো টাটা মটরস-এর ‘টাটা যোদ্ধা ঔষধ প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাক্ষ মদদে ইউনানী, আয়ুর্বেদিক কোম্পানির প্রাণঘাতী ঔষধে বাজার সয়লাব স্নাতকের মেধা তালিকায় তৃতীয় স্থানে অবন্তীকা মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফের সিইও হয়েছেন শাহ জামাল রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ লুটে গোলাম ছরওয়ার লিটন এর সম্পদের পাহাড়! ফিতা কাটা পর্যন্তই সীমাবদ্ধ জবি ছাত্রী হলের মেডিকেল কার্যক্রম ফিলিস্তিনের ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি মানববন্ধন অবৈধপথে শত কোটি টাকার সম্পদের মালিক: রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: তদন্ত কমিটি গঠন! সরকারী দপ্তরে নির্বাচনী প্রচারণা!
চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় মাদক ব্যবসা চলছেই

চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় মাদক ব্যবসা চলছেই

স্টাফ রিপোর্টার
চ্ট্টগ্রামে ধরাছোঁয়ার বাইরে থেকে মাদকদ্রব্য মদ ব্যবসায়ী অনুপ বিশ্বাস ও সেকেন্ড ইন কমান্ড ইয়াবা সমরাট একাধিক মাদক মামলার আসামি সাগর দাশ এখন বেপরোয়া। দীর্ঘ দিন ধরে অসাধু পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে মাদকদ্রব্য মদের ব্যবসা চালিয়ে আসছে চট্টগ্রাম পুরাতন ফিশারীঘাট ইকবাল রোডের আলোকিত মাদকদ্রব্য মদ ব্যবসায়ী অনুপ বিশ্বাসের মাদকদ্রব্য মদ বেচাকেনা,করে আসছেন।তার সেকেন্ড ইন কমান্ড ও ইয়াবা সম্রাট বেপরোয়া সাগর দাশ। চট্টগ্রাম পুলিশের ( সি,এম,পি) কোতোয়ালীর এলাকা ছাড়াও মদের মহালটির চোরাই মদের একটি বড় অংশ বিক্রি হচ্ছে কর্ণফুলী নদী ও সাগরের মাছ ধরার ফিশিং ভোটের দিনমজুর লেবারদের কাছে এবং লাইটার জাহাজে।সেখানে হাজার হাজার জেলের কাছে অবৈধ ভাবেই বিক্রি হচ্ছে এসব চোরাই মাদকদ্রব্য মদ। এতে নষ্ট হচ্ছে যুবসমাজ থানা পুলিশ বারবার আটক করিলেও অদৃশ্য শক্তির মাধ্যমে জেল থেকে ছাড়া পায়।বেশ কয়েক বার অভিযান চালায় কোতোয়ালী থানার পুলিশ কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মাদক সম্রাটেরা , মূল হোতা অনুপ বিশ্বাস ও তার প্রধান সহযোগী ইয়াবা সম্রাট একাধিক মাদক মামলার আসামি সাগর দাশ। বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় । হয়েছে একাধিকবার মাদক বিরোধী মানববন্ধন কিন্তু কোনভাবেই থামছে না মাদক ব্যবসা।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দরজীর্ণ কাঁচা পাকা ঝুপড়ি ঘরে চলছে মাদকদ্রব্য মদ ও ইয়াবার বেচেকেনা। মাদক সেবন করার অবস্থায় ১০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ, ঘটনা স্হল থেকে ১ হাজার লিটার মাদকদ্রব্য মদ পুলিশ সে সময় ঘটনাস্থল থেকে জদ্ব করে নিয়ে যায়। গত ২০২১ সালের ৩০ এপ্রিল ইকবাল রোড থেকে অনুপ বিশ্বাসের মাদকদ্রব্য মদের মহালের ভেতর অভিযান চালায় পুলিশ । ওই সময় অনুপ বিশ্বাসের সহযোগী ইয়াবা সম্রাট সাগর দাশের কক্ষ থেকে ২০০ লিটার মাদকদ্রব্য মদ সহ ৩ জনকে আটক করা হয়। কিন্তু অদৃশ্য শক্তির মাধ্যমে তারা আবার যামিনী মুক্তি পায়।জানা গেছে সাগর দাশের বিরুদ্দে রয়েছে ৭, থেকে ৮ টি মাদক আইনে আদালতে বিচারাধীন মামলা গত ২০২০ সালের ১৩ জুলাই সর্বশেষ একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদলাতে জামিনের আবেদন করেন ইয়াবা সম্রাট সাগর দাশ। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অদৃশ্য শক্তির মাধ্যমে জামিনে এসে বেপরোয়া ভাবে কিছু অসৎ পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারি জমিন দখলসহ মাদক বিক্রির রমরমা ব্যবসা। চালিয়ে আসছে মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট সাগর দাস।স্থানীয় জনপ্রতিনিধিরা দৈনিক যায় যায় বেলার ক্রাইম রিপোর্টারকে জানিয়েছেন মদের বোতল হাতে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় একাধিক মধ্যবিত্ত ফ্যামিলির কথিত শাহাজাদাকে উক্ত বিষয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন মহল। স্থানীয় এক জনপ্রতিনিধি নাম ওর কাছে অনিচ্ছুক আমি জানিয়েছেন মন্দিরের নামে পাহাড় কেটে এই চক্রটি নামে বেনামে সাইনবোর্ড লাগিয়ে অবৈধ বহুমুখী সমিতির মাধ্যমে জমি দখল করে করে দিচ্ছে এসব ব্যাপারে প্রশাসন নীরবতা পালন করছেন। কোন সংবাদকর্মী উক্ত বিষয়ে সংবাদ করলে তাকে প্রাণে মারার বিভিন্ন রকম পরিকল্পনা চালায় ভয় ।কথিত রাজনীতির প্রভাবশালী একদল কুচক্র মহল এই চক্রের সাথে জড়িত রয়েছে। প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এদের ভয়ে সাধারণ জনগণ দিনরাত আতঙ্কে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »