৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আমানতচ্ছফা বদরুন্নেছা মহিলা কলেজের বার্ষিক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২ মার্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা: আবু মনসুর মো: নিজামদ্দীন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন চট্টগ্রাম চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) ১৪ আসনের সাংসদ ও বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। তিনি শপথ ও মন্ত্রণালয়ের দায়িত্বে ব্যস্ত থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয় এবং তার অনুরোধে উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শিপ্রা শিকদার, মো: আবু বক্কর, মো: মুজিবুর রহমান চৌধুরী, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দীন বাবলু, চন্দনাইশ আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো: কমরুদ্দিন। অধ্যাপক হুরনাহার চৌধুরী, অধ্যাপক তাহমিনা আক্তার ও অধ্যাপক প্রভাকর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবুল খায়ের, সহকারী অধ্যাপক শওকত হোসেন, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, সহ অধ্যাপক তকির উদ্দিন, অধ্যাপক সিরাজদ্দৌল্লা, অধ্যাপক ইন্দ্রা চৌধুরী, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও একাদশ শ্রেণির শিক্ষার্থী ইকরা ইসমান সৈকত প্রমূখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান টিভি ও বেতার শিল্পীও উপস্থিত ছিলেন।
Leave a Reply