২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১০:১০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদকঃ
গত ৪ জানুয়ারি দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় “সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা এর দুর্নীতি ও আতঙ্কে সাতক্ষীরা শিক্ষা পরিবার” শিরোনামে আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে ১৬টি অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগগুলো হলো যথাক্রমেঃ-(১) রাসেল সোনার বই বাণিজ্য কেলেঙ্কারী (২) উপাষ্ঠানিক ব্যুরো থেকে অর্থ সংগ্রহ ভাগাভাগি (৩) শিক্ষক বদলিতে দুর্নীতি (৪) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায় বাছাইয়ে দুর্নীতি (৫) ক্রিমিনাল শিক্ষকদের সাথে সখ্যতা ও দুর্নীতি (৬) নারী লোভী (৭) উপজেলা শিক্ষা অফিসারদের ব্যবহার করে দুর্নীতি (৮) উপজেলা শিক্ষা অফিসারদের ভুল বুঝিয়ে শিক্ষকদের হয়রানী (৯) প্রশিক্ষণ ও ওয়ার্কশপে শিক্ষক মনোনয়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি (১০) ষড়যন্ত্র/ক্ষমতার অপব্যবহার (১১) অফিসের রেস্টরুম ব্যবহারের দুর্নীতি (১২) স্কুল ভিজিটে অশালীন ভাষা ব্যবহার করে শিক্ষকদের হয়রানীসহ অপমান করা (১৩) দালাল শ্রেণি ও নারীলোভী শিক্ষকেদরে সাথে বিশেষ সখ্যতা (১৪) তদন্ত কর্মকর্তা নিয়োগে দুর্নীতি (১৫) প্রতি বছর নতুন বইয়ের দায়িত্বরত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে দুর্নীতি
(১৬) স্কুল ভিজিট করে অর্থ গ্রহণের মাধ্যমে দুর্নীতি (১৭) মুক্তিযোদ্ধা বিদ্বেষী মনোভাব পোষণ করে বিধায় তাঁদের সন্তানদের বিভাগীয় মামলাসহ নানা হয়রানীসহ অসংখ্য দুর্নীতি করে চলেছেন এই কর্মকর্তা। প্রতিবেদন প্রকাশের পর গত ১৪/০২/২০২৪ তারিখে ৩৮.০১.০০০০.১০১.১৯.০১৪.২৩-১২ নম্বর স্মারকে জনস্বার্থে সাতক্ষীরা থেকে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনায় বদলি করা হয়। উক্ত বদলির আদেশ প্রকাশের পর আবু হেনা মোস্তফা কামাল বিভিন্ন এম.পি ও হুইপদের কাছ ঘুরছেন বদলির আদেশ বাতিল করার জন্য। তিনি বলছেন ডিজি কেন মন্ত্রীও আমাকে বরগুনা যোগদান করাতে পারবেন না। আমি নড়াইল সদরের এমপি মাশরাফি বিন মত্তুজার আত্মীয়। আমি সাতক্ষীরা থেকে যাবো না। এদিকে সাতক্ষীরা শিক্ষা পরিবারের অনেক শিক্ষকি, শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি ক্ষুদে বার্তার মাধ্যমে রিপোর্টারসহ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই দুর্নীতিবাজ কর্মকর্তা সাতক্ষীরা জেলায় দীর্ঘ ১০ বছর চাকুরী করছেন। সে শত শত শিক্ষককে হয়রানী করছেন এবং সাতক্ষীরা জেলায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছন। আপনারদের কাছে অনুরোধ তার বদলির আদেশ যাহাতে বাতিল না হয় সেজন্য সবিনয় অনুরোধ করছি। তার বদলির আদেশ বাতিল হলে আমার মানববন্ধন করবো।
Leave a Reply