২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৩১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শরীফুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সংসদ সদস্য ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।এর আগে সকাল ১১ টায় বোদা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট আরো একটি মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিকরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন,দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এমু প্রমুখ।
এছাড়া রেলমন্ত্রীর সহধর্মিণী মোছাঃ শাম্মী আক্তার ও ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।
এদিকে, মনোনয়নপত্র দাখিলের আগে আওয়ামী লীগে ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
Leave a Reply