১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১১:২৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোহাম্মদ মাসুদ :
আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি পাওয়ার পর ব্যাপক হারে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হয়েছেন। তারা স্লোগানের ফাঁকে ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সময় পার করছেন। সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ মাথায় দিয়ে তারা ফুটপাতে ঘুমাচ্ছেন।
নয়াপল্টনে রাত বাড়ার সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। কার্যালয়ের পাশের অলিগলি ও ফুটপাতে অবস্থান করছেন তারা। দোকান ও ভবনের বাইরে মেঝেতে শুয়ে-বসে রাত পার করছেন। তাদেরকে রাতে খিচুড়ি খাওয়ান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। একটি কাভার্ড ভ্যানে নিপুণ খাবার নিয়ে আসেন পল্টনে।
সমাবেশ ঘিরে ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানের পোয়াবারো। নয়াপল্টনে নানা ধরনের মুখরোচক খাবার নিয়ে তারা দোকান সাজিয়েছেন। নেতাকর্মীদের কেউ খেয়েদেয়ে সময় কাটান, কেউ স্লোগান গল্পগুজব, কেউ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি, ভিডি ও লাইভ করে সময় কাটান।
পুরুষের পাশাপাশি হাহার হাজার নারী নেত্রীদেরকেও নয়াপল্টনে স্লোগান আর প্রতিবাদে কণ্ঠে সরব থাকতে দেখা গেছে। রাতেও নয়াপল্টনে থাকবেন তারা। আয়েশা সুলতানা নামে একজন জানান, তারা কয়েকজন মিলে খুলনা থেকে এসেছেন। উঠেছেন এক আত্মীয়ের বাসায়। সেখানেও পুলিশ হানা দেয়। তাই পুলিশের গ্রেফতার এড়াতে নয়াপল্টনেই রাত কাটাচ্ছেন।
নয়াপল্টনে যারা রাত কাটাচ্ছেন তাদের বেশিরভাগই তৃণমূলের কর্মী। তারা এক দফা দাবি আদায়ে কেন্দ্র থেকে জোরালো কর্মসূচি চাচ্ছেন।
এদিকে কাকরাইল এলাকায় পুুলিশ অভিযানের নামে ব্যাপক ধরপাকর চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
Leave a Reply