১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
চট্টগ্রাম প্রতিনিধি:-
সিয়াম সাধনার মাস রমজান আসার আগে গেলো সপ্তাহে এ সবজিটির কেজিপ্রতি দাম ছিল ৪০ টাকা তবে এক সপ্তাহ ব্যবধানে বেগুনের দাম আগুন হয়েছে। কেজিপ্রতি ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। শুধুই কি বেগুন? পাল্লা দিয়ে বাড়ছে লেবুও। বেগুন কেজিপ্রতি হিসেবে দাম বাড়লেও লেবুর দাম হালিতে বেড়েছে এক লাফে ৮০ টাকা। অর্থ্যাৎ যেই লেবু এক সপ্তাহ আগেও এক হালি বিশ টাকায় বিক্রি হয়েছিল তা এখন কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। সুতারাং অনায়েসেই বলা যায়, বেগুনের পর এবার সেঞ্চুরি করলো লেবুও। বেগুন লেবুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার। ক্রেতারা বলছেন, রামজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটে এসব দ্রব্যমূল্যের দাম বাড়ছে তবে বাজার পর্যাপ্ত বাজার মনিটরিংকেও দুষছেন কেউ কেউ।
দেশের অন্যান্য জেলাগুলোতে যাইতাই, চট্টগ্রামে সবজির বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। সিম, আলু, বেগুন কিংবা খোদ লেবু! কোনটিই নেই নাগালের মধ্যে। আর তাইতো রীতিমতো হতাশ ভোক্তারা।
রমজান আসলে বিশ্বের যেকোন মুসলিম প্রধান দেশগুলোর ব্যবসায়ীরা পূন্যতা লাভের আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনসীল পর্যায়ে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে নিজেরা ভর্তুকি দিয়ে থাকে তবে বাংলাদেশ এ ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। কার পকেট থেকে কিভাবে টাকা ঝাড়বে? এ প্রতিযোগিতায় যেন লাগামহীনভাবে নেমে থাকেন ব্যবসায়ীরা। আর তাইতো স্বস্তি নেই মাছ মাংস ছাড়িয়ে সবজির বাজারেও। লেবুর মত সবজিও হাল ছেড়ে হাটছে অস্বস্তির পথে।
বেগুন লেবুর বাড়তি দাম নিয়ে জানতে চাওয়া হয় বন্দরনগরী আগ্রাবাদের বেপারীপাড়া কাচা বাজারের খুচরা ব্যবসায়ী মুরাদ মিয়ার কাছে। মুরাদ বলেন, আমরাতো খুচরা ব্যবসায়ী। দিন এনে দিন খাই। আড়তদাররা আমাদের যে মূল্য বেধে দেয় তা থেকে বেশী বা কম বিক্রি করার সুযোগ নেই আমাদের। তবে প্রথম রমজানের তুলনায় আজ প্রতিটি সবজির দাম একটু কম আছে বলেও জানান তিনি।
সার্বক্ষনিক বাজার মনিটরিং করলে কাচা বাজারের সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রনে আসবে আর স্বস্তিও ফিরবে সবজির দামে আর এমনটাই মনে করছেন সচেতন মহল।
Leave a Reply