১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:৩৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আন্তর্জাতিক ডেস্কঃ
সার্বিয়ায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে চার শিশু। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে শিশুদের বাবা-মা। খবর এপির।
রাজধানী বেলগ্রেডের কাছাকাছি এক এলাকায় রোববার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে হয় এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ ভবনটির একটি ভেতর থেকে আগুন ও ধোঁয়া দেখা যায়। আকস্মিক আগুন লেগে যায় ভবনটির একটি ফ্ল্যাটে।
তারপরই দ্রুত অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় ভেতরে ছিল নিহত শিশুসহ তার বাবা-মা। একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় চার শিশুর মরদেহ। তার পাশে আরেকটি রুম থেকে বের করা হয় গুরুতরভাবে দগ্ধ পিতা-মাতাকে। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে তাদের। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রঃ যমুনা টিভি
Leave a Reply