
স্টাফ রিপোর্টার:
মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের পরিচালক (পিডি) জিয়া হায়দারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ আমলে দলীয় মনোনয়নে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা প্রতিটি টেন্ডার পাস করতে দীর্ঘ সময় নিতেন এবং যোগ্য ঠিকাদারদের বদলে পছন্দের বা সেকেন্ড লোয়েস্ট বিডারদের কাজ দিতেন।
অভিযোগ রয়েছে, তিনি সাত কোটি টাকার প্রকল্প মাত্র পাঁচ কোটি টাকায় অনুমোদন দিয়েছেন। এছাড়াও, চট্টগ্রামের কক্সবাজারে একটি হ্যাচারির কাজ বিপুল ঘুষের বিনিময়ে জেলার সাবেক একজন এমপিকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বর্তমানে চট্টগ্রাম ও নোয়াখালীতে শহীদ ঠিকাদারের প্রতিষ্ঠান মোনালিসা এবং হাওলাদার নামে আরেক ঠিকাদার একচেটিয়া কাজ করে যাচ্ছে। অভিযোগ মতে, এই দুটি কোম্পানি নিয়মিত জিয়া হায়দারকে ঘুষ প্রদান করে টেন্ডার পেতে সফল হয়েছে।
ইলিশ প্রকল্পের ৯০ শতাংশ কাজই শহীদ ঠিকাদার পেয়ে থাকেন বলে জানা গেছে। নোয়াখালীর কোস্টগার্ড সিভিল কনস্ট্রাকশন, কক্সবাজারের কলাতলী ঘাটসহ আরও অনেক কাজ শহীদ ঠিকাদারকে পাইয়ে দিয়েছেন তিনি।
দায়িত্বশীল পদে থেকে এমন অনিয়ম ও দুর্নীতি মৎস্য খাতের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বার বার যোগাযোগ করেও এমনকি খুদে বার্তা দিয়েও কোন মন্তব্য পাওযা যায়নি।