ইলিশ প্রকল্পে দুর্নীতির অভিযোগ: পিডি জিয়া হায়দারের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য

স্টাফ রিপোর্টার:

মৎস্য অধিদপ্তরের ইলিশ প্রকল্পের পরিচালক (পিডি) জিয়া হায়দারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ আমলে দলীয় মনোনয়নে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা প্রতিটি টেন্ডার পাস করতে দীর্ঘ সময় নিতেন এবং যোগ্য ঠিকাদারদের বদলে পছন্দের বা সেকেন্ড লোয়েস্ট বিডারদের কাজ দিতেন।

অভিযোগ রয়েছে, তিনি সাত কোটি টাকার প্রকল্প মাত্র পাঁচ কোটি টাকায় অনুমোদন দিয়েছেন। এছাড়াও, চট্টগ্রামের কক্সবাজারে একটি হ্যাচারির কাজ বিপুল ঘুষের বিনিময়ে জেলার সাবেক একজন এমপিকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বর্তমানে চট্টগ্রাম ও নোয়াখালীতে শহীদ ঠিকাদারের প্রতিষ্ঠান মোনালিসা এবং হাওলাদার নামে আরেক ঠিকাদার একচেটিয়া কাজ করে যাচ্ছে। অভিযোগ মতে, এই দুটি কোম্পানি নিয়মিত জিয়া হায়দারকে ঘুষ প্রদান করে টেন্ডার পেতে সফল হয়েছে।

ইলিশ প্রকল্পের ৯০ শতাংশ কাজই শহীদ ঠিকাদার পেয়ে থাকেন বলে জানা গেছে। নোয়াখালীর কোস্টগার্ড সিভিল কনস্ট্রাকশন, কক্সবাজারের কলাতলী ঘাটসহ আরও অনেক কাজ শহীদ ঠিকাদারকে পাইয়ে দিয়েছেন তিনি।

দায়িত্বশীল পদে থেকে এমন অনিয়ম ও দুর্নীতি মৎস্য খাতের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বার বার যোগাযোগ করেও এমনকি খুদে বার্তা দিয়েও কোন মন্তব্য পাওযা যায়নি।

হিট অ্যালার্ট এর কারনে ডিএমপি কমিশনার এর নির্দেশে ভাটারা থানায় বিশুদ্ধ পানি বিতরন

 

রহিমা আক্তার মুক্তা :

বরিবার দুপুর ২ টায় ভাটারা থানার ডিএমপি কমিশনারের নির্দেশে অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম সকল শ্রেণীর পথচারী ও অন্যানদের মাঝে বিশুদ্ধ পানি বিতরন করেন। হিট অ্যালার্টের এই তীব্র গরমে এটা অতি মহৎ কাজ। তীব্র গরমে পিপাসা মিটাতে এই বিশুদ্ধ পানি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ পানীয়। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত।
রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে তীব্রতাপ প্রবাহ। প্রচন্ড গরমে জনজীবন হাসফাস।

ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। কোথাও সড়কের পিচ গলতে শুরু করেছে।
গরমের কারণে বাড়ছে হিটস্ট্রোক এর মত স্বাস্থ্যঝুঁকি ডায়রিয়াতে ও আক্রান্ত হচ্ছেন অনেকে এরই মধ্য হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

তাই জনজীবনে মহামারী তীব্র খরায় ভাটারা থানার অফিসার ইনচার্জ কাজী মইনুল ইসলাম বলেন, এটা অতিশয় একটা মহোৎ উদ্যোগ। বরাবরের মতোই বাংলাদেশ পুলিশ বাহিনী মানবতার কাজে এগিয়ে এসেছে। এরই ধারবাহিকতায় এরকম সেবামুলক কাজ চলমান এবং চলবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম