স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয়ে নুরজাহান বেগম (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালিপাড়া চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি আল মামুন।
নিহত নুরজাহান বেগম উপজেলার শিবালয় ইউনিয়নের ইখলাস শেখের (৪০) স্ত্রী।
স্থানীয়রা জানান, দেড় দশক আগে ইখলাস শেখের সঙ্গে নুরজাহানের বিয়ে হয়। তার স্বামী পেশায় একজন গাছ ব্যবসায়ী। তাদের তিন সন্তান রয়েছে।
এ বিষয়ে শিবালয় থানার ওসি আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সবা:স:সু-১৪৬/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.