স্টাফ রিপোর্টার:
বৃটিশ বিরোধী আন্দোলনের শহীদ তিতুমীর থেকে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদদের আত্মত্যাগ ঠাঁই পাচ্ছে পাঠ্যবইয়ের পাতায়। পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ আসাদ ও নূর হোসেনের দেশপ্রেমও। অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই মাধ্যমিকের পাঁচটি বই ছাপানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে. এম রিয়াজুল হাসান।
প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ শুরু হয়েছিল নভেম্বরেই। ১৫ ডিসেম্বরের মধ্যে বই বিতরণেরও সিদ্ধান্ত হয়েছে।
নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, সে সিদ্ধান্তেই ২০১২ সালের কারিকুলামে ফিরে গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে, এর মধ্যেও কিছু পরিমার্জন ও সংশোধন হয়েছে। প্রাথমিকভাবে পাঠ্যবইয়ের কভারে সংযুক্ত হচ্ছে দেয়ালে দেয়ালে আঁকা প্রতিবাদ-দেশপ্রেমের গ্রাফিতি। থাকছে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল শক্তি জেন-জিদের গল্প গাঁথাও। আরো কিছু পরিববর্তন থাকছে পাঠ্যবইয়ে।
এবার ৪১ কোটির বেশি বই ছাপবে এনসিটিবি। গত বছরের তুলনায় যা সাড়ে ৯ কোটিরও বেশি। ২০১২'র কারিকুলামে ফেরা বড় চ্যালেঞ্জে হয়ে পড়েছে ২০২৬ এ এসএসসিতে বসতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। তাই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০টি বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপানোর সিদ্ধান্তের কথাও জানান এনসিটিবি চেয়ারম্যান।
যদিও বছরের প্রথম দিনে সব বই শিক্ষার্থীরা পাবে না, তবে জানুয়ারিতেই সব বই দেওয়া হবে বলেও আশ্বস্ত করছে এনসিটিবি।
সবা:স:সু-২২৩/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.