আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

স্টাফ রিপোর্টার:

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

উশৃঙ্খল মবটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সহিংস ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত অবস্থান উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। বিগত ২৮ নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে, যা একটি বিপজ্জনক পরম্পরা হিসেবে আবির্ভূত হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতীয় রাজনৈতিক নেতাদের দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃদ্বয় ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া, আজকের ঘটনার যথাযথ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকার ও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।

 

সবা:স:জু-১৫৩/২৪

চার লাখ টন বর্জ্য অপসারণে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন

চার লাখ টন বর্জ্য অপসারণে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা খাল বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন নগরীর জলাবদ্ধতা রোধ দখলমুক্ত ও সুগম জলপ্রবাহ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালুনগর ও মান্ডা খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা, খাল, বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন সুপরিকল্পিত পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সড়কগুলো সার্বক্ষণিক ব্যবহার উপযোগীকরণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ-প্রতিবেশের দূষণ হ্রাস এবং নাগরিক জীবন মানের উন্নতিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন দর্শন হিসেবে গ্রহণ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের